সেইসময় ওই পথে আসা একটি চারচাকা গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালায় বনকর্মীরা। সেই গাড়ি থেকে উদ্ধার হয় চিতাবাঘের ছাল। ঘটনায় গ্রেফতার করা হয় ব্যক্তিকে। ধৃতের নাম মহম্মদ বেলাল আলী বয়স ৩৩ বছর।জলপাইগুড়ি জেলার চালসার বাসিন্দা। বনদফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘের ছালটি ৮০ সেন্টিমিটার লম্বা ও ৩০ সেন্টিমিটার চওড়া। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে মালবাজার হয়ে চিতাবাঘের ছালটিকে চিনে পাচার করার ছক ছিল।
advertisement
আরও পড়ুন: তেনজিং নোরগেকে ভারতরত্নের দাবি, এভারেস্ট দিবসে তুঙ্গে শোরগোল
তবে পাচারের আগেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই পাচার চক্র রুখে দেয় বন দফতর। তারপর ঐ পাচারকারীকে গ্রেফতার করে জিজ্ঞাসা বাদ করতেই জানা যায়, চিনে পাচার করার উদ্দশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল ওই চিতা বাঘের ছাল। তবে এই পাচার চক্রে আরও বড় কোন চক্র জড়িত রয়েছে কিনা তাঁর তদন্ত শুরু করেছে বনদফতর । অন্যদিকে ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
শিলিগুড়ি খবর | Siliguri News
অনির্বাণ রায়