সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, “আমাদের প্রস্তুতি চলছে। ল্যান্ড আইডেন্টিফিকেশন করা হচ্ছে। শীঘ্রই সিংহ আসবে।’ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ারের পর এবার সিংহ, জিরাফ, জেব্রা আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য বন দফতর। সেই মতো ওয়েস্টবেঙ্গল জু অথরিটির পক্ষ থেকে সেন্ট্রাল জু অথরিটির কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সিংহ, জেব্রা, জিরাফ আনার অনুমতি দেওয়া হবে তার কারণ হিসেবে বর্তমানে সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সফল প্রজনন, ভালুকের প্রজনন সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বলির পাঁঠার মাংস সঙ্গে ভাত! বাগানে বসে খেতেই ঘটে গেল এই কাণ্ড! মুর্শিদাবাদে শোরগোল
আরও পড়ুন:
সেন্ট্রাল জু অথরিটির দিক থেকে প্রাথমিকভাবে সবুজ সংকেত মিলেছে। তাই পার্কে ল্যান্ড আইডেন্টিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। কতটা জায়গা সিংহের জন্য প্রয়োজন, কতটা প্রয়োজন জিরাফ বা জেব্রার জন্য সেইসমস্ত বিষয় নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে পুজোর আগেই শিলিগুড়ির সাফারি পার্কে সিংহ চলে আসতে পারে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে। তারই তোড়জোড় শুরু হয়েছে পার্কে। ল্যান্ড আইডেন্টিফিকেশন হলেই ফেন্সিং দেওয়ার কাজ শুরু হবে। পার্কের পরিকাঠামো উন্নয়নে যা যা প্রয়োজন সেগুলির একটি তালিকা তৈরি করে রাজ্য জু অথরিটির কাছে পাঠানো হবে। নতুন জন্তু নিয়ে আসার আগেই এই কাজগুলি করে নেওয়া হবে বলে সাফারি পার্কের কর্তারা জানিয়েছেন।
অনির্বাণ রায়