TRENDING:

Siliguri News: ভিনরাজ্যে কাজে গিয়ে, খোয়া গেল কিডনি! গলায় পাইপ, শরীরে ক্ষত নিয়ে বাড়ি ফিরল যুবক!

Last Updated:

Siliguri News : কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে নিখোঁজ হয় যুবক। অবশেষে কিডনি খুইয়ে বাড়ি ফিরতে হল তাকে। ভয়াবহ ঘটনা! ফের কিডনি চক্রের খোঁজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাঁসিদেওয়া: ভিন রাজ্যে কাজে গিয়ে কিডনিই খুইয়ে ফিরলেন ফাঁসিদেওয়ার এক আদিবাসী যুবক। আর তা দেখতেই ব্যাপক চাঞ্চলের ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রসঙ্গত ফাঁসিদেওয়া এলাকার বেশ কিছু যুবকই কাজের খোঁজে বাইরে যায় তেমনি গত চার মাস আগে বাবুই মুর্মু নামক এক যুবক ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তবে তিনি যেভাবে বাড়ি ফিরলেন তা দেখে চক্ষু চড়ক গাছ সকলের। তার পেটের কাছে তিনটি বড় বড় ক্ষত রয়েছে তা দেখে রীতিমতো শিউরে উঠছে সকলে।
advertisement

জানা গিয়েছে, মাস ছয়েক আগে গ্রামের কয়েকজনের সঙ্গে বিহারের এক এজেন্টের মাধ্যমে বিশাখাপত্তনমে রাজমিস্ত্রীর কাজে যায় বাবুই। সেখানে গিয়ে হারিয়ে যায় সে। প্রতিবেশীরা ফিরে এলেও খোঁজ মেলেনি বাবুইয়ের। এতে দুশ্চিন্তা বাড়তে থাকে ফাঁসিদেওয়ার হেলাগছ এলকায়। অবশেষে আজ সে একাই ফেরে বাড়িতে, শরীরে একাধীক ক্ষত নিয়ে। গলায় অস্ত্রপচার করা হয়েছে, পাইপ বসানো। কথা পর্যন্ত বলতে পারছে না। পেটেও অস্ত্রপচার করা হয়েছে। সকলের সন্দেহ ভিন রাজ্যে গিয়ে কিডনি চুরি চক্রের শিকার হয়েছে বাবুই মুর্মু নামক এই পরিযায়ী শ্রমিক।

advertisement

আরও পড়ুন: হাসপাতালের বাথরুমে ঝুলছে দেহ! সামনে এলো ভয়াবহ ঘটনা! দুর্গাপুরে কী ঘটছে? জানুন

ফাঁসিদেওয়ার বাবুই মুর্মু নামে এই আদিবাসী যুবকের কিডনি চুরি হয়েছে বলে অভিযোগ । তবে দুটি কিডনিই কি চুরি করেছে কিডনি চুরি চক্রীরা। বাবুই বাড়ি ফিরতেই তার বাড়িতে ভিড় জমায়ত করে স্থানীয়রা। স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে দেখতে আসেন । পুলিশ এসে পৌঁছে তাকে মেডিকেল ভ্যানে করে প্রাথমিকভাবে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় বাড়ছে উদ্বেগ। বাবুইয়ের পরিচয়ের যাবতীয় নথিরও সন্ধান নেই।

advertisement

View More

বেশ কিছু দিন কিছুটা চুপচাপ থাকার পরে এ রাজ্যে ফের কিডনির এই দালালচক্র সক্রিয় হয়ে ওঠায় কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের।বছর ১০-১১ আগে উত্তর দিনাজপুরের বিন্দোল গ্রামে কিডনি চুরি চক্রের হদিস মিলেছিল। এবার ভিন রাজ্যে! তদন্তের দাবী উঠেছে ফাঁসিদেওয়ায়। বিহারের কোন এজেন্টের সান্নিধ্যে বাবুই কাজে গিয়েছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ। দিনের পর দিন কিডনি পাচার চক্র আরও সক্রিয় হয়ে উঠছে। চিন্তায় প্রশাসন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ভিনরাজ্যে কাজে গিয়ে, খোয়া গেল কিডনি! গলায় পাইপ, শরীরে ক্ষত নিয়ে বাড়ি ফিরল যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল