TRENDING:

Siliguri News :দাম দিয়ে নকল মদ কিনছেন না তো? দীপাবলির আগেই পুলিশের হাতে ১০ লক্ষ টাকার নকল মদ!

Last Updated:

Siliguri News: দোকান থেকে প্রচুর দাম দিয়ে যে মদ কিনছেন, তা আসল তো? নাকি নামি মদের আড়ালে নকল মদ খাচ্ছেন? শিলিগুড়ির ঘটনা জানলে অবাক হবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফাঁসিদেওয়া : দীপাবলির আগে ১০লক্ষ টাকার নকল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করল আবগারি দফতর। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার ডাঙ্গাপাড়ার কাজিগছ এলাকায় মঙ্গলবার ভোররাতে অভিযান চালায় শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি ও বাগডোগরার আবগারি দফতরের যৌথ টিম।
advertisement

নকল মদ তৈরির কারখানায় হানা। আকস্মিক অভিযানে উদ্ধার প্রচুর পরিমাণে নকল মদ। এদিন হঠাৎ মদ তৈরির কারখানায় হানা দেয় আবগারি দফতর। সন্ধান মেলে প্রচুর পরিমাণে নকল মদের। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় নকল মদ তৈরির সরঞ্জাম। আবগারি সূত্রে খবর নকল মদ তৈরির কারখানার তৈরি করে বিহার পাচার করার ছক কষা হচ্ছিল।

advertisement

সাধারণত নকল মদ অবিকল দেশি বা বিদেশি মদের মত হয়। ঝাঁজ ও গন্ধে মনে হতেই পারে কোনও নামী কোম্পানির দিশি বা বিলিতি মদ। বোতলের মান থেকে শুরু করে লেবেল, ছিপি সবই হুবহু নামকরা ব্র্যান্ডের মতো। আসল-নকলের তফাত বুঝতে গিয়ে হিমসিম খেতে হয় আবগারি দফতরের কর্তাদেরও। সাধারণত সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় এই নকল মদের রমরমা কারবার চলে।

advertisement

আরও পড়ুন: নাইন এমএম পিস্তল-সহ আরও কত কী! BSF-এর অস্ত্র প্রদর্শনী কোচবিহার রাজ বাড়িতে

View More

ঘটনাস্থল থেকে ২০০০ লিটার নকল, ৫০০ লিটার স্প্রিট ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে আবগারি দফতরের আগেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে অবৈধ মদের কারবারীরা। ঘটনায় কারা জড়িত রয়েছেন তা তদন্তে নেমেছে আবগারি দফতর। বাগডোগরা আবগারি দফতরের ওসি অঙ্কুর রায় জানান, বিহারের পাচারের ছক করার আগে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করা হয়েছে। তবে আপাতত কেউ গ্রেফতার না হলেও ঘটনায় কারা জড়িত তা তদন্ত শুরু করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News :দাম দিয়ে নকল মদ কিনছেন না তো? দীপাবলির আগেই পুলিশের হাতে ১০ লক্ষ টাকার নকল মদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল