নকল মদ তৈরির কারখানায় হানা। আকস্মিক অভিযানে উদ্ধার প্রচুর পরিমাণে নকল মদ। এদিন হঠাৎ মদ তৈরির কারখানায় হানা দেয় আবগারি দফতর। সন্ধান মেলে প্রচুর পরিমাণে নকল মদের। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় নকল মদ তৈরির সরঞ্জাম। আবগারি সূত্রে খবর নকল মদ তৈরির কারখানার তৈরি করে বিহার পাচার করার ছক কষা হচ্ছিল।
advertisement
সাধারণত নকল মদ অবিকল দেশি বা বিদেশি মদের মত হয়। ঝাঁজ ও গন্ধে মনে হতেই পারে কোনও নামী কোম্পানির দিশি বা বিলিতি মদ। বোতলের মান থেকে শুরু করে লেবেল, ছিপি সবই হুবহু নামকরা ব্র্যান্ডের মতো। আসল-নকলের তফাত বুঝতে গিয়ে হিমসিম খেতে হয় আবগারি দফতরের কর্তাদেরও। সাধারণত সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় এই নকল মদের রমরমা কারবার চলে।
আরও পড়ুন: নাইন এমএম পিস্তল-সহ আরও কত কী! BSF-এর অস্ত্র প্রদর্শনী কোচবিহার রাজ বাড়িতে
ঘটনাস্থল থেকে ২০০০ লিটার নকল, ৫০০ লিটার স্প্রিট ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে আবগারি দফতরের আগেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে অবৈধ মদের কারবারীরা। ঘটনায় কারা জড়িত রয়েছেন তা তদন্তে নেমেছে আবগারি দফতর। বাগডোগরা আবগারি দফতরের ওসি অঙ্কুর রায় জানান, বিহারের পাচারের ছক করার আগে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করা হয়েছে। তবে আপাতত কেউ গ্রেফতার না হলেও ঘটনায় কারা জড়িত তা তদন্ত শুরু করা হয়েছে।
অনির্বাণ রায়