Cooch Behar News: নাইন এমএম পিস্তল-সহ আরও কত কী! BSF-এর অস্ত্র প্রদর্শনী কোচবিহার রাজ বাড়িতে
- Published by:Piya Banerjee
Last Updated:
Cooch Behar News: ভারতীয় সেনা এবং বিএসএফ যে সমস্ত অস্ত্র দেশের সুরক্ষার জন্য ব্যবহার করে। সেই সমস্ত অস্ত্র সাধারণ মানুষের দেখার জন্য এই অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এদিন।
#কোচবিহার: বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের জওয়ানদের পক্ষ থেকে কোচবিহার রাজবাড়িতে অস্ত্র প্রদর্শনির আয়োজন করা হয়েছিল এই দিন। ভারতীয় সেনা এবং বিএসএফরা যে সমস্ত অস্ত্র দেশের সুরক্ষার জন্য ব্যবহার করে। সেই সমস্ত অস্ত্র সাধারণ মানুষের দেখার জন্য এই অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন সারাদিন যে সমস্ত পর্যটকেরা রাজবাড়িতে বেড়াতে আসবেন। তারা বিনামূল্যে এই অস্ত্রের সম্ভার দেখতে পারবেন এমনটা জানানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে। কোচবিহার রাজ বাড়িতে বিনামূল্যের এই অস্ত্র প্রদর্শনী দেখতে ভিড় উপচে পড়ছে রাজবাড়ি চত্বরে।
কোচবিহার জেলার গোপালপুর এলাকায় বিএসএফের যে ৭৫ ব্যাটেলিয়ান রয়েছে মূলত এই ব্যাটেলিয়নের থেকেই এই অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই অস্ত্র প্রদর্শনীতে সমস্ত ধরনের শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জের অস্ত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এছাড়াও রয়েছে বিএসএফের মার্চ ব্যান্ড। এদিন সকাল আনুমানিক প্রায় দশটা থেকে এই প্রদর্শনী শুরু করা হয়। ভারতীয় বিজ্ঞানীদের দিয়ে তৈরি যে সমস্ত অস্ত্র ভারতীয় সেনারা ব্যবহার করেন দেশের সুরক্ষার্থে। সেই সমস্ত অস্ত্র সাধারণ মানুষের দেখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
অন্যান্য দেশে ও অন্য দেশের তুলনায় কোন অংশে পিছিয়ে নেই সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রদর্শনীর আয়োজন। দেশের সীমার সুরক্ষার জন্য এবং সাধারণ মানুষের সুরক্ষার্থে বিএসএফ সব সময় তৈরি হয়েছে। বিএসএফের একজন উচ্চপদস্থ আধিকারিক এসএস পানওয়ার জানান, "দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইনশাস রাইফেল দেশের সীমা সুরক্ষা বলের শক্তি অনেকটাই বৃদ্ধি করেছে। এই টেকনোলজি দেশের সুরক্ষা ব্যবস্থাকে স্বনির্ভর করে তুলতে অনেকটাই সাহায্য করেছে। এই বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এই প্রদর্শনের আয়োজন করা হয়েছে কোচবিহার রাজবাড়িতে। কোচবিহার রাজবাড়িতে এদিন যত পর্যটকেরা আসবেন সকলে বিনামূল্যে এই প্রদর্শনী দেখতে পারবেন। রাজবাড়িতে যতক্ষণ পর্যটকরা থাকবেন ততক্ষণ পর্যন্ত চলবে এই প্রদর্শনী।"
advertisement
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
October 12, 2022 6:55 PM IST