স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত তিনটা নাগাদ পরপর দুটি বাড়িতে গরু চুরি করতে ঢোকে বাংলাদেশের চোরের দল।এই ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ১৯৫ ব্যাটলিয়নের চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে।যদিও গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে গরু রেখে পালিয়ে যায় চোরের দল।সীমান্ত লাগোয়া গ্রামে চা বাগান থাকায় কোন রকমে ঐ চা বাগানে রাতে লুকিয়ে পড়ে চোরের দলটি। রাত থেকে সকাল পর্যন্ত গ্রামবাসীদের পাহারায় ছিল গোটা এলাকা। সকালে সূর্যের আলো ফুটতেই পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে ঐ দুষ্কৃতী দলের এক যুবক। এর পর ক্ষুব্ধ গ্রামবাসীদের গণধোলাইয়ের আক্রমণে মৃত্যু হয় ঐ চোরের।ঠিক ওই সময় অপর দিক থেকে আরেক দুষ্কৃতি সীমান্তের তারকাটা ঘেরা টপকে পালিয়ে যায় বলেই খবর।
advertisement
আরও পড়ুন: যাদবপুর সিগন্যালে ট্রাফিক সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য! নতুন ভূমিকায় নায়িকা!
গরু চুরি করতে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে গরু চোরের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। তবে মৃত ব্যাক্তির পরিচয় এখনো জানা যায় নি। গ্রামবাসীদের বক্তব্য ওই দুষ্কৃতি বাংলাদেশ থেকেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল।ইতিমধ্যে পুরো বিষয়টির তদন্তে নেমেছে রাজগঞ্জ থানার পুলিশ।
অনির্বাণ রায়