Aparajita Adhya: যাদবপুর সিগন্যালে ট্রাফিক সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য! নতুন ভূমিকায় নায়িকা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Aparajita Adhya: একেবারে অন্য ভূমিকায় ধরা দিলেন অপরাজিতা আঢ্য। রাস্তায় নেমে ট্রাফিক সামলাচ্ছেন তিনি। ছবি অবাক করবে
advertisement
advertisement
শুক্রবার মুক্তি পাচ্ছে “চলন্তিকা কলকাতা” তারই অভিনব প্রচারে বুধবার সকালে যাদবপুর থানায় দেখা মিলল অপরাজিতা আঢ্যর। তাঁকে দেখে হতবাক পথচারীরা। বুধবার ঝিরঝির বৃষ্টির মধ্যেই সাদা সালোয়ার কামিজ ও কালো ওড়না পড়ে নিজের মেজাজে ট্রাফিক সামলালেন ছোট পর্দার লক্ষ্মী কাকিমা। লাইসেন্স পরীক্ষা করছেন এবং কারো মাথায় হেলমেট না থাকলে বুকুনিও দিচ্ছেন। তখন তিনি একেবারে কলকাতা চলন্তিকার দেবীদি।
advertisement
advertisement
ছয় বছর আগে হঠাৎ করে থমকে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। একটা ভেঙে পড়া উড়ালপুল অনেক টুকরো দৃশ্যকে চোখের সামনে তুলে ধরেছিল এবার সে সমস্ত টুকরো টুকরো ছবি আঁকা হয়েছে কলকাতা চলন্তিকার ক্যানভাসে পরিচালক পাভেল পোস্তা উড়াল পুলের সঙ্গে জড়িয়ে থাকা অজস্র মানুষের দৈনন্দিন জীবনের ছোট বড় ঘটনা! যা তুলে ধরছেন এই ছবিতে। সেই বিপর্যয়ের আগের এবং পরের সব মুহূর্ত ধরা দেবে কলকাতা চলন্তিকায় আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে আবার চলন্তিকা।