শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে ভক্তিনগর থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে ফাঁস হয়ে গেল পর্দা।শপিং মল থেকে শুরু করে অভিজাত এলাকা । শিলিগুড়িতে এখন স্পায়ের রমরমা কারবার । এই স্পা পার্লার গুলোর আড়ালে চলছে বেআইনি কাজ । ঝকঝকে বিজ্ঞাপন । কোথাও কোথাও থাইল্যান্ড ম্যাসাজ বা অন্যান্য খেরাপির কথাও লেখা হচ্ছে বিজ্ঞাপনে । যার আড়ালে কোনও কোনওটিতে নিয়ে আসা হচ্ছে থাইল্যান্ডের মেয়েদের কোথাও আবার নেপালিদের সাজানো হচ্ছে থাইল্যান্ডের যুবতী।
advertisement
আরও পড়ুন: লটারি বিক্রির কমিশন এক ধাক্কায় কমে গেল! উত্তরবঙ্গেও বন্ধ লটারি কেনা-বেচা!
এর আগেও অভিযোগ ছিল কিন্তু বর্তমানে মাত্রা ছাড়িয়েছে । অভিযোগ, এই স্পা গুলির বেশিরভাগই হয়ে উঠেছে দেহব্যবসার আখড়া ।বেশ কয়েকদিন ধরেই ওই বিউটি পার্লার ও স্পা-র নাম করে মধুচক্রের আসর বসার অভিযোগ আসছিল । তার ভিত্তিতে অভিযান চালায় পুলিশ । মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির সেবক রোড এর কাছে একটি স্পায়ে হানা দিয়ে ভক্তিনগর থানার পুলিশ পাঁচ মহিলা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল । পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই স্পায়ে অবৈধ দেহ ব্যবসার রমরমা কারবার চলছিল সেই ধরনের অভিযোগে পাওয়ার পরই এদিন পুলিশ ওই স্পায়ে হানা দেয় । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের এই অভিযানে সেখানে থাকা এক পুরুষ সহ মহিলাদের গ্রেফতার করা হয় । তবে এই চক্রে আরও কোনও বড় মাথা রয়েছে কিনা তা সমস্ত কিছু খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ। একই সাথে এই স্পায়ের মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ ।
অনির্বাণ রায়