Jalpaiguri News | Lottery : লটারি বিক্রির কমিশন এক ধাক্কায় কমে গেল! উত্তরবঙ্গেও বন্ধ লটারি কেনা-বেচা!

Last Updated:

Jalpaiguri News | Lottery : বঙ্গলক্ষ্মী লটারি ফের চালু করা হোক! এক ধাক্কায় কমিশন কমে গেল লটারি বিক্রির! জানুন কতটা কমলো কমিশন! বন্ধ করা হল লটারি বিক্রি!

আন্দোলনে লটারি বিক্রেতারা
আন্দোলনে লটারি বিক্রেতারা
#জলপাইগুড়ি:  দোকান বন্ধ করে আজ ও জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় মাইকিং করে লটারি বিক্রি বন্ধ করে দিলেন লটারি বিক্রেতারা। তাদের অভিযোগ প্রাইজ পিছু আজ থেকে আগের তুলনায় কমিশন অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে তারা লটারি বিক্রি করে সংসার চালাতে প্রবল সমস্যার মুখে পড়বেন। একই সাথে তাদের আরও অভিযোগ জলপাইগুড়ি জেলায় বিগত কয়েক মাস ধরে লটারিতে তেমন কোনও বড় পুরস্কার আসছে না। যেই সমস্ত পুরস্কার হচ্ছে তা রিটার্ন টিকিটেই হচ্ছে। তাই লটারি বিক্রি তলানিতে ঠেকেছে। এর প্রতিবাদে গতকাল থেকে লটারি বিক্রি বন্ধকরে দিলো লটারি বিক্রেতারা। এই মর্মে তারা শহর জুড়ে মাইকিং করা শুরু করেছে।
একই সাথে তারা দাবী জানিয়েছেন রাজ্য সরকারের বঙ্গলক্ষ্মী লটারি পুনরায় চালু করা হোক। যাতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে।লটারি বিক্রেতা রতন দে, শান্তশ্রী রায় সহ অন্যান্যরা বলেন আগে আমাদের বিক্রিত টিকিটে ( ৫ সিরিজের খেলায়) কেউ যদি ৬০০/- পুরস্কার পেতো তবে আমরা পেতাম ৫০/- সোমবার ১০.১০.২২ তারিখ থেকে সেই টাকার পরিমান কমিয়ে অর্ধেক ২৫/- করা হয়েছে।
advertisement
advertisement
এছাড়া আমরা খেলা শুরুর আগে যেইসব অবিকৃত টিকিট ফেরত দিতাম দেখা যাচ্ছে সমস্ত বড় প্রাইজ সেইসব টিকিটেই হচ্ছে। ফলে টিকিট বিক্রির পরিমাণ কমে গেছে। তাই আমরা আজ থেকে লটারি বিক্রি বন্ধ করে দিলাম। যদি পরিস্থিতি না বদলায় অবে আমরা এই লটারি আর বিক্রি করবো না। আমরা চাই রাজ্য সরকারের বঙ্গলক্ষ্মী লটারি পুনরায় চালু করা হোক। যাতে আমরা সেই লটারি বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি।দীর্ঘদিনের পুরোনো লটারি ডিলার উত্তম মুখার্জী বলেন লটারি টিকিটের ক্ষেত্রে বিক্রেতাই আসল ভূমিকা পালন করে। আর ভাউচার কমিশন অর্ধেক করে দেওয়ার ফলে নিশ্চিত ভাবে সমস্যায় পড়বে বিক্রেতারা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News | Lottery : লটারি বিক্রির কমিশন এক ধাক্কায় কমে গেল! উত্তরবঙ্গেও বন্ধ লটারি কেনা-বেচা!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement