একটি প্রকল্পের নাম দেওয়া হয়েছে নজরদারি এবং অপরটি নবজীবন। নজরদারি প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ির নয়াবাজার এলাকাতে প্রায় ১০০ টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করা হয়। এই ক্যামেরাগুলির মাধ্যমে পুরোপুরি নজরদারিতে থাকবে শিলিগুড়ির খালপাড়া নয়াবাজার এলাকা। যেকোনো রকম চুরি ছিনতাই বা অপরাধ রুখতে এবং তার রহস্য উদঘাটন করতে এই ক্যামেরা পুলিশকে সাহায্য করবে।
advertisement
আরও পড়ুনঃ কর্মীর অভাবে বন্ধ পাঁচ লাইব্রেরি! দ্রুত খোলার আশ্বাস মেয়রের
অন্যদিকে নবজীবন কর্মসূচির মাধ্যমে নেশাগ্রস্থ যুবক-যুবতীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার গৌরব শর্মা ছাড়াও,ডিসিপি জয় টুডু, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, এসিপি ডিডি রাজেন ছেত্রী সহ শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী এবং অন্যান্য পুলিশ কর্মীরা। শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতির রুখতে সদা সতর্ক শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
আরও পড়ুনঃ নাটকের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটাতে শুরু বিদ্যালয়ের নাট্যোৎসব
পাশাপাশি চুরি ছিনতাই রুখতে ক্রাইম নেটওয়ার্কও কেউ শক্ত করেছে রাজ্য পুলিশ। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও অপরাধ দমনে সদা সতর্ক । শহরকে বিপদমুক্ত করতে শহরকে ড্রাগমুক্ত করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেট দায়বদ্ধ রয়েছে । তাই শিলিগুড়ি শহরকে সুরক্ষিত রাখতে সমস্ত রকম পরিষেবা দিতে প্রস্তুত তারা ।
Anirban Roy