Siliguri: কর্মীর অভাবে বন্ধ পাঁচ লাইব্রেরি! দ্রুত খোলার আশ্বাস মেয়রের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পর্যাপ্ত কর্মীর অভাবে শিলিগুড়ি মহকুমা এলাকায় বন্ধ রয়েছে ৫ টি গ্রন্থাগার। এর মধ্যে গ্রামীণ এলাকায় ৩টি ও শহর এলাকায় ২ টি । কিছুদিন আগেই ছিল গ্রন্থাগার দিবস ।
#শিলিগুড়ি : পর্যাপ্ত কর্মীর অভাবে শিলিগুড়ি মহকুমা এলাকায় বন্ধ রয়েছে ৫ টি গ্রন্থাগার। এর মধ্যে গ্রামীণ এলাকায় ৩টি ও শহর এলাকায় ২ টি । কিছুদিন আগেই ছিল গ্রন্থাগার দিবস । সেই দিনটিতে 'বই পড়ো জীবন গড়ো' এই শ্লোগানকে সামনে রেখে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন করেছে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ । এই গ্রন্থাগার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান কর্মী সমস্যা মিটিয়ে এই শীঘ্রই খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, কর্মীর অভাবে বন্ধ হয়ে রয়েছে শিলিগুড়ির পাঁচ লাইব্রেরী, দ্রুত খোলার আশ্বাস মেয়র গৌতম দেবের।
advertisement
বর্তমানে ডিজিটাল দুনিয়ায় এমনিতেই যুবসমাজ লাইব্রেরীমুখী হতে চাইছে না কিন্তু তা বলে অবহেলায় পড়ে রয়েছে গ্রন্থাগার গুলি। একদিকে পাঠকের অভাব এবং অন্যদিকে কর্মীর অভাব। বারবার প্রশ্ন উঠছে কর্মসংস্থান নিয়ে। লাইব্রেরিয়ান হতে গেলে পরীক্ষা দিতে হয় কিন্তু দীর্ঘদিন ধরে কোন পরীক্ষাও নেই ফলে কর্মী নিযুক্ত হওয়া সম্ভব হচ্ছে না তার ফলে ই হয়তো লাইব্রেরী গুলিতে কর্মীর অভাব রয়েছে বলে জানালেন পাঠক পরিমল রায়।
advertisement
জানা গিয়েছে শিলিগুড়ির মহকুমা পরিষদের বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারের অন্তর্গত মোট ২৮ টি গ্রন্থাগার রয়েছে যার মধ্যে ২৩ টি সচল ও ৫ টি বন্ধ রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলিগুড়ি পুরনিগমের গৌতম দেব বলেন, কর্মীর অভাবের কারণে পাঁচটি লাইব্রেরী এই মুহূর্তে বন্ধ রয়েছে। তবে বিষয়টি নিয়ে গ্রন্থাগার দফতরের সঙ্গে কথা বলে এই সমস্যা মিটিয়ে লাইব্রেরীগুলি আমরা খুলে দেবো।
advertisement
এছাড়াও তিনি জানান যুব সমাজের অন্যতম একটি অপরিহার্য অঙ্গ বই। লাইব্রেরীতে এসেই মানুষ তাদের প্রয়োজনীয় বই গুলো পড়ে থাকেন। কর্মীর অভাবে মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই খুবই দ্রুত কর্মী সমস্যার সমাধান করে যে কটি লাইব্রেরী বন্ধ রয়েছে তা খুলে দেওয়ার আশ্বাস দেন তিনি।
advertisement
Anirban Roy
Location :
First Published :
September 03, 2022 6:06 PM IST