Siliguri: পরিবেশকে বাঁচানোর শপথে গণেশ পুজোর আরাধনা

Last Updated:

এ এক অন্য গণেশ পুজো ! পরিবেশকে বাঁচানোর শপথে গণেশ পুজো করল শিলিগুড়ির সুভাষপল্লী এলাকার চতুরঙ্গ গনেশ পুজো কমিটি।

#শিলিগুড়ি : এ এক অন্য গণেশ পুজো ! পরিবেশকে বাঁচানোর শপথে গণেশ পুজো করল শিলিগুড়ির সুভাষপল্লী এলাকার চতুরঙ্গ গনেশ পুজো কমিটি। শহরবাসীকে চারা গাছ দিয়ে এক অভিনব গণেশ পুজোর আরাধনা করলো সংগঠনের সদস্য, সদস্যারা। সবুজায়নের বার্তা শহরবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতেই এই অভিনব ভাবনা! বিশ্বায়নের যুগে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানালেন সংগঠনের সম্পাদক অর্ণব বিশ্বাস । তিনি আরো জানান এবার তাদের দ্বিতীয় বর্ষের পুজো , সংগঠনের সদস্যদের ভাবনাতেই এই অভিনব পন্থা নেয়া হয় ।
 
 
advertisement
শিলিগুড়ির মতো মেট্রোপলিটেন শহরেও ক্রমেই বাড়ছে দূষণের ঘনত্ব। পরিবেশকে বাঁচাতে প্রতি বছরই ঘটা করে পরিবেশ রক্ষায় নেওয়া হয় সচেতনতার শপথ কিন্তু আবারও সেই পুরনো অভ্যেসে ফিরে যায় মানুষ। যত্র তত্র নোংরা আবর্জনার পাহাড়, যেখানে প্লাস্টিক সহ অন্য সামগ্রী পড়ে থাকে এবার শহরকে দূষণের হাত থেকে বাঁচাতে উদ্যোগী চতুরঙ্গ গণেশ পুজোসংগঠনের কর্তারা।  লক্ষ্য শহরবাসীকে সচেতন করে তোলা
advertisement
 
 
সেই লক্ষ্যেই এবারে শিলিগুড়িবাসীকে গাছের চারা দিয়ে প্রকৃতিকে রক্ষার অঙ্গীকার জানালেন সংগঠনের কর্মীরা। এদিন প্রায় ২০০ মেহগনি এবং নিম গাছের চারা বিতরণ করে এই সংস্থার সদস্যরা। প্রকৃতির জন্য কাজ করে তারা ভীষন খুশি সংস্থার আরেক সদস্য কল্লোল রায় জানান আমরা যেই প্রকৃতিতে থাকি তাকে ঠিক রাখার দায়িত্ব আমাদেরই তাই জনগণের মধ্যে পরিবেশকে দূষণমুক্ত করতে এই চারা গাছগুলি আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি।
advertisement
 
গাছের চারা পেয়ে খুশি স্থানীয়রা ।স্থানীয় বাসিন্দা দিগন্ত রায় জানান \"এই অভিনব পন্থায় আমি ভীষণ খুশি সমাজকে দূষণমুক্ত করার জন্য এই চারা গাছ বিতরণের উদ্যোগকে তিনি বাহবা জানিয়েছেন তিনি। তিনি আরও জানান মানুষ সচেতন হলে তবেই পরিবেশকে রক্ষা করা সম্ভব। তা না হলে নয়।
advertisement
 
 
 
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: পরিবেশকে বাঁচানোর শপথে গণেশ পুজোর আরাধনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement