Siliguri: স্কুলের পোশাক বিতর্ক! পথে নামলেন পড়ুয়া ও অভিভাবকরা

Last Updated:

রাজ্য সরকারের পোষিত বিদ্যালয়ে পোশাক পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পোশাক পরিবর্তনের ঘটনাই সরব হয়েছে শিলিগুড়ি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সহ অভিভাবকেরা।

#শিলিগুড়ি : রাজ্য সরকারের পোষিত বিদ্যালয়ে পোশাক পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পোশাক পরিবর্তনের ঘটনাই সরব হয়েছে শিলিগুড়ি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সহ অভিভাবকেরা। এই পোশাক পরিবর্তন নিয়ে বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলনের ঝড় উঠেছে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে হাতের প্ল্যাকার্ড নিয়ে স্কুলের পোশাক পরিবর্তনের বিরোধিতা করে অভিভাবকেরা। পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শক করণ শিলিগুড়ি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। তাদের দাবি ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পোশাক পরিবর্তন করা হলো কি কারণে! তার জবাব চাই। এই ঘটনা তীব্র নিন্দা করে স্মারকলিপি জমা দেন অভিভাবকেরা। জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ মাইতিকে।
 
 
advertisement
এদিন অভিবাবকরা বলেন, আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি ঐতিহ্যবাহী পূর্ববর্তী সাদা মেরুন এই সিদ্ধান্ত না মানা হলে পরবর্তীতে আন্দোলনের পথ আমরা আরো বাড়িয়ে দেব। অন্যদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ মাইতিকে, এই পোশাক পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনরকম অভিযোগ পাইনি। এই প্রথম পেলাম অভিযোগ। এই পোশাক পরিবর্তন এর সিদ্ধান্ত রাজ্য গত ভাবে নেওয়া হয়েছে। এই অভিযোগ আমরা ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব এবং তারাই সিদ্ধান্ত নেবে।
advertisement
 
স্কুলেরই প্রাক্তনী তথা অভিভাবক দীপ্তি রায় সেন বলেন \"খয়রি সদা স্কুলের একটা ঐতিহ্য এবং পরিচিতি আমরা চাইছি সেই ঐতিহ্য এবং পরিচিতি বজায় থাকুক। তাই খয়েরি সাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন রেখেছি। \"অন্যদিকে আরেকজন অভিভাবক প্রিয়া দাস বলেন \"ইউনিফর্মের জন্যই চেনা যায় কে কোন স্কুলের পড়ুয়া এখন গণহারে একই পোশাক হওয়ায় সেই পরিচিতিটা আর থাকবে না তাই আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে পুরনো রঙের ইউনিফর্মের জন্য আবেদন করছি। \"
advertisement
 
উল্লেখ্য শিলিগুড়ি গার্লস- এখনো সকলকে ইউনিফর্ম দেওয়া হয়নি যে কারণে পুরনো ইউনিফর্ম পড়েই স্কুলে আসছে ছাত্রীরা শুধু শিলিগুড়ি গার্লস নয় শিলিগুড়ির একাধিক স্কুলে ইউনিফর্মের পুরনো রং ফিরিয়ে আনার দাবি উঠেছে।
advertisement
 
 
 
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: স্কুলের পোশাক বিতর্ক! পথে নামলেন পড়ুয়া ও অভিভাবকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement