Siliguri: পাহাড় জুড়ে সাড়ম্বরে পালিত হরতালিকা তিজ উৎসব
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পাহাড় এবং সমতল জুড়ে নিয়মনীতি মেনে সাড়ম্বরে পালিত হল হরতালিকা তিজ উৎসব। নেপালি সম্প্রদায়ের মহিলারা একত্রিত হয়ে নির্জলা উপোষ করে পুজা সম্পন্ন করে।
#শিলিগুড়ি : পাহাড় এবং সমতল জুড়ে নিয়মনীতি মেনে সাড়ম্বরে পালিত হল হরতালিকা তিজ উৎসব। নেপালি সম্প্রদায়ের মহিলারা একত্রিত হয়ে নির্জলা উপোষ করে পুজা সম্পন্ন করে। কেবলমাত্র নেপালি সম্প্রদায়ই নয়, বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা এদিন এই উৎসব পালন করে। প্রতি বছর পাহাড় তথা সমতল জুড়ে গোরখা সম্প্রদায়ের মানুষেরা এই হরিতালিকা তিজ উৎসব পালন করল। কালিম্পং, দার্জিলিং সহ শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে মহিলারা লাল শাড়ি ও তারের সাংস্কৃতিক অলঙ্কার পরে গোর্খা জনজাতিদের নিয়ম মেনে পুজো করে। পৌরাণিক মতে কথিত রয়েছে শিবের মতো স্বামী পেতে পার্বতী ১২ বছর নির্জলা উপবাস করেছিলেন।
advertisement
সেই থেকে গোর্খা জনজাতি মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে তৃতীয়াতে এই হরিতালিকা তিজ উৎসব পালন করে আসছে কয়েক দশক ধরে। আগে মূলত নেপালে বসবাসকরি মহিলারা এই তিজ উৎসব পালন করত। জানা গেছে গত একমাস ধরে মহিলারা নিরামিষ খেয়ে এবং আজ শেষ দিন নির্জলা উপবাস থেকে পূজার্চনা করার পর স্বামীর পা ধুয়ে তার পর আহার করে।
advertisement
এদিন এই উৎসব উপলক্ষে নিজেদের সাংস্কৃতিক গানে নাচে আনন্দে মাতল মহিলারা। এবছরও একইভাবে এই পুজো করা হয়। দুর্গাগুড়ি জন কল্যাণ সংগঠন ও নারী প্রকোষ্ঠ যৌথভাবে পূজার আয়োজন করে। এবছরের ১৯ তম হরিতালিকা তিজ উৎসবে সকাল থেকে মহিলারা নির্জলা উপোস করে এই পুজো করে। পৌরাণিক মতে শিব ঠাকুরকে পেতে পার্বতী নির্জলা উপোস করে পুজো করেছিলেন, সেই প্রথাকে এগিয়ে নিয়েই এই পুজো করে মহিলারা।
advertisement
স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে এই পুজো করা হয়। পুজো শেষে নৃত্যে মেতে ওঠে সকল ব্রতীরা। অন্যদিকে, কালবার মহিলা সংগঠনের পক্ষ থেকেও তিজ উৎসব পালন করা হয়। এদিন তারাও নির্জলা উপোষকরে স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় ব্রতী হয়ে পুজো করে। জানা গিয়েছে, এই তিজ উপলক্ষে শ্রাবণ মাসধরেই নানা নিয়ম করে থাকেন ব্রতীরা।
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 31, 2022 5:30 PM IST