Siligiuri: দূষণ রুখতে ব্যবস্থা, ফুলেশ্বরী নদীর উপর নেট দিয়ে ঘেরা শুরু
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নদী ডাস্টবিন নয়, এই বার্তা দিতে পরীক্ষা মূলক ভাবে শুরু হল ফুলেশ্বরী নদী নেট দিয়ে ঘেরার কাজ।
#শিলিগুড়ি : নদী ডাস্টবিন নয়, এই বার্তা দিতে পরীক্ষা মূলক ভাবে শুরু হল ফুলেশ্বরী নদী নেট দিয়ে ঘেরার কাজ। সাধারণ মানুষের সতেনতার অভাব অনুভব করে শিলিগুড়ি পুরনিগম থেকে এবার শহরের নদীগুলোকে বাঁচাতে অভিনব উদ্দ্যোগ গ্রহণ করলেন। ব্রিজের রেলিং এর ওপর দিয়ে নেট লাগাবার কাজ শুরু করলেন পুর নিগমের ৩নং বোরো অফিস। ২৩ নম্বর ও ২০ নম্বর ওর্য়াডের সংযোগ কারী ফুলেশ্বরী নদীর ব্রিজে নেট লাগিয়ে পরীক্ষা মূলক ভাবে সচেতন করবার কাজ শুরু হলো। নদী দূষণ শিলিগুড়ি শহরের এক অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত শহরের নোংরা এসে জমা হয় নদীতে। নদীতে ময়লা হয়ে জল আটকে যাচ্ছে ফলে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে।
advertisement
শহরের নদী গুলি এতটাই নোংরা সেখান থেকে রোগ প্রকোপ বাড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে । ফলে নদীকে পরিষ্কার রাখার উদ্যোগ শহরের মানুষজনকেই নিতে হবে বলে জানান বোরো চেয়ারম্যান মিলি সিনহা। এছাড়াও তিনি জানান মানুষের এতো বোধ বুদ্ধির অভাব বাড়ির সেপটিকট্যাঙ্ক পাইপ নদীর সঙ্গে মিশিয়ে দিয়েছে,এতে নদী দূষণের মাত্রা বেশি হয়েছে। এর ওপর ব্রিজের ওপর থেকে নোংরা নদীতে সরাসরি ফেলে দিচ্ছে।
advertisement
এই সব কিছু ভাবনা চিন্তা করে পরীক্ষা মূলক ভাবে বাঁশ, নারিকেল দড়ি ও প্লাস্টিকের নেট লাগিয়ে যদি এই কাজে সফল হই তবে পাকাপাকি ভাবে লোহার নেট দিয়ে রেলিং ঘিরে দেওয়া হবে। অন্যদিকে ২০ নম্বর ওর্য়াড কাউন্সিলর অভয়া বোস নিজে থেকে এই কাজ করাতে গিয়ে জানান নদী শহরের সৌন্দর্যের একটি মূল ভূমিকা পালন করেন।
advertisement
তাই প্রথমে আমাদের বোর্ড আসার পর নদী গুলোকে পুনরায় নিজ ছন্দে ফেরানোর কাজ গ্রহণ করি। এর পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশেবক্তব্য নিজ পাত্রে নোংরা ফেলুন এবং নদীতে কিছু সামগ্রী ফেলবেন না। এর সাথে অভয়া দেবীকে ব্রিজের ভাঙা রেলিং নিয়ে প্রশ্ন করলে তিনি জানান আস্তে আস্তে সব হবে আগে ব্রিজ গুলোকে চিহ্নিত করা হবে এবং এর কাজ দ্রুত শুরু হবে।
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 29, 2022 1:43 PM IST