এছাড়াও গাড়ির লাগাতার হর্নের ফলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের। তাই এই শব্দদূষণের হাত থেকে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগের জংশন ট্রাফিক গার্ড।
প্রায়শই দেখা যায় ট্রাফিক পয়েন্ট এবং রাস্তায় বিনা কারণে অনেকেই হর্ন বাজান । যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক। শব্দদূষণ রোধ না করা গেলে আগামীতে মানুষের বিভিন্ন সমস্যা হবে।ভবিষ্যতের এই বিপদের কথা মাথায় রেখে জংশন ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্তের উদ্যোগে স্কুলের পড়ুয়ারা দার্জিলিং মোড়ে ‘নো হর্ন প্লিজ’ বার্তা নিয়ে সচেতনতা কর্মসূচি গ্রহণ করেন।
advertisement
আরও পড়ুন : অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকের পথ চলা শুরু
এদিন গাড়ি চালকদের বিনা কারণে হর্ন না বাজানোর আবেদন করেন পড়ুয়ারা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা, এসিপি শান্তুনু তরফদার।
আরও পড়ুন : পুতুল কথা বলছে! সমাজ সচেতনতার বার্তা দিতে নয়া উদ্যোগ জলপাইগুড়িতে
মানুষ যেন অকারণে ও বেপরোয়া ভাবে হর্ন বাজিয়ে শব্দদূষণ না করে। এছাড়া শব্দ দূষণের ফলে সাধারণ মানুষের কী কী সমস্যা হয় এই বিষয়ে গাড়ি চালকদের সচেতন করতে জংশন ট্রাফিক গার্ডের উদ্যোগে স্কুল পড়ুয়াদের হাতে সচতনতামূলক প্ল্যাকার্ড দিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনের হাসপাতাল মোড়ের ট্রাফিক পয়েন্ট হয়ে যাওয়া সমস্ত গাড়ি চালকদের শব্দ দূষণ কতটা ক্ষতিকারক সে বিষয়ে সচেতন করা হয়।
এদিন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, বিনা কারণে হর্ন বাজানো পরিবেশের পক্ষে ক্ষতিকারণ।যে কারণে পড়ুয়ারা সচেতনতা কর্মসূচি নিয়েছে।এই ধরনের অভিযান লাগাতার চলবে। অন্যদিকে ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা বলেন, শব্দ দূষণ রোধে জংশন ট্রাফিক গার্ডের উদ্যোগে স্কুল পড়ুয়ারা সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে।এটা খুব ভাল উদ্যোগ।