Jalpaiguri News: পুতুল কথা বলছে! সমাজ সচেতনতার বার্তা দিতে নয়া উদ্যোগ জলপাইগুড়িতে
Last Updated:
শীতকালে গ্রামেগঞ্জে পুতুল নাচের আসর আজ ইতিহাস। তবে সেই পুতুল আজও বেঁচে আছে পাপেট্রির মধ্য দিয়ে। তবে এ পুতুল কথা বলে।
#জলপাইগুড়ি: শীতকালে গ্রামেগঞ্জে পুতুল নাচের আসর আজ ইতিহাস। তবে সেই পুতুল আজও বেঁচে আছে পাপেট্রির মধ্য দিয়ে। তবে এই পুতুল কথা বলা পুতুল। এবার সেই কথা বলা পুতুল নিয়েই জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং লোকসমাগম হয় এমন স্থানে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন ধূমকেতু পাপেট গ্রূপের ডিরেক্টর দিলীপ মন্ডল। বুধবার জলপাইগুড়িতে এক অনুষ্ঠানের মাঝে তিনি জানান, "পুতুল নাচ আজ আর নেই বললেই চলে। তার জায়গায় আজ এই পাপেট্রির জনপ্রিয়তা অনেকটাই। এই ধূমকেতু গ্রুপ ভালই জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধূমকেতু গ্ৰুপ বাংলার বিভিন্ন প্রান্তে এই কথা বলা পুতুল নিয়ে সমাজের বিভিন্ন বিষয় যেমন- স্বাস্থ্য, শিক্ষা, ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কাজ করে চলেছে।"
অন্যদিকে মাল মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা পেন্দা মহঃ উচ্চ বিদ্যালয়ে বায়ুদূষণ প্রতিরোধ এবং জলবায়ুর পরিবর্তন সম্পর্কে নাট্যকলার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের পরিবেশ রক্ষা করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত করা হয়। পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রোগ দেখা দেয়। সেই সময়ে করণীয় পন্থা কী? এবং পরিবেশকে দূষণ মুক্ত রাখতে কী পন্থা অবলম্বন করতে হবে সে বিষয়ক সরকারি নির্দেশিকা মোতাবেক ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতেই পরিবেশের উপরে বিশেষ নাটক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, নাট্যগ্রুপের পরিচালক দিলীপ মণ্ডল বলেন, "পরিবেশ ও জলবায়ুর ওপরে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই ধরণের নাটক জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি বিদ্যালয়েই করা হবে"।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
First Published :
November 17, 2022 7:47 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: পুতুল কথা বলছে! সমাজ সচেতনতার বার্তা দিতে নয়া উদ্যোগ জলপাইগুড়িতে