ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, ব্যর্থ পুরসভা! মিছিল করে প্রতিবাদ জানাল কংগ্রেস
- Published by:Aryama Das
- Reported by:Onkar Sarkar
Last Updated:
দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ জানান, "কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরোপুরি ব্যার্থ। তাই অবিলম্বে মেয়রের পদত্যাগ দাবি করছি।"
#কলকাতা: ডেঙ্গি দমনে সম্পূর্ণ ব্যর্থ কলকাতা পুরসভা! এই অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে বৃহস্পতিবার এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পার্ক সার্কাস অঞ্চলে। এদিন পার্ক সার্কাস অঞ্চলের শামসুর হুদা রোড থেকে মিছিল করে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল। কংগ্রেসকর্মী সমর্থকদের মিছিল কলকাতা পুলিশের তরফে আটকে দেওয়া হয় বেগ বাগান রোতেই। এখানে পুলিশ আধিকারিকরা গার্ড রেল করে রাখে। এখানে মিছিল পৌঁছতেই প্রথমেই গার্ড রেল ভাঙার চেষ্টা করে কংগ্রেস কর্মী সমর্থকরা। পুলিশের বাধা পেরিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা এগিয়ে যেতে চায় পার্কসার্কাস সেভেন পয়েন্টের দিকে। কিন্তু পুলিশের বাধা পেতেই সেখানেই অবস্থান করে কংগ্রেস কর্মীরা।
বিক্ষোভ নিয়ে কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ জানান, "রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৬০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৯০ জনের। কতদিন এভাবে চলতে পারে? ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরোপুরি ব্যার্থ। তাই অবিলম্বে মেয়রের পদত্যাগ দাবি করছি।"
advertisement
advertisement
এদিন কংগ্রেসের মিছিলে কংগ্রেস কর্মীদের তরফে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কুশপুতুল নিয়ে আসা হয়। সেই কুশপুতুল বিক্ষোভের সময় কেড়ে নেয় পুলিশ। পুলিশের তরফে জানান হয় যে রাস্তার মাঝে কোনওরকম আগুন জ্বালাতে দেওয়া যাবে না বলেই ওই কুশপুতুল সরিয়ে নিয়ে যাওয়া হয়। এনিয়ে প্রদীপ প্রসাদ আরও বলেন, "এ কেমন রাজ্যে আমরা বসবাস করছি? যেখানে আমাদের আন্দোলন করার স্বাধীনতাটুকুও নেই। এখানে সাধারণ কুশপুতুল পর্যন্ত জ্বালাতে বাধা দিচ্ছে কলকাতা পুলিশ!"
advertisement
অপর দিকে রোজই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিলও অব্যাহত। ডেঙ্গি ঠেকাতে কলকাতা পুরসভা এবং রাজ্য প্রশাসনের তরফে নানান ব্যাবস্থা নেওয়া হলেও ডেঙ্গি নিয়ন্ত্রণ এখনও সম্বব হয়নি কলকাতা পুরএলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 6:23 PM IST