শিলিগুড়ি পুরনিগমের হায়দার পাড়ার বাসিন্দা বিকাশ রায়ের বক্তব্য বেশি বৃষ্টি হলেই ঘরে জল জমে যায় মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বাড়িতে জল ঢুকে গিয়ে গাছপালা থেকে ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে বুধবার রাতে বৃষ্টি হওয়ায় সমস্যা আরো বাড়ল। বুধবার রাতে জল পেরিয়ে অনেকে বাড়ি ফিরেছেন। টোটো অটো স্কুটি মোটর বাইক নিয়ে যারা বাড়ি ফেরেন তাদের অনেকেরই গাড়ি বিকল হয়ে পড়েছিল।
advertisement
আরও পড়ুনঃ স্কুলের পোশাক বিতর্ক! পথে নামলেন পড়ুয়া ও অভিভাবকরা
ডেপুটি মেয়ের রঞ্জন সরকার বুধবার সকালে জল সকালে জলমগ্ন কয়েকটি ওয়ার্ডে পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তিনি বলেন মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ব্রেনের পুরানো ব্যবস্থা তেই তো গলদ রয়েছে। কোন রাস্তা দিয়ে কোন ট্রেন গিয়েছে তার কোন হিসেব নেই আমরা আসার পর সমীক্ষা করেছি আমরা ড্রেনগুলি পরিষ্কার করার কাজ করছি। বিধান মার্কেটের তুলা পট্টিতে মঙ্গলবার রাতে অধিকাংশ দোকানে জল ঢুকে যায় ভবিষ্যতে দোকানে জল ঢোকার ভোগান্তি থেকে বাঁচতে অনেক ব্যবসায়ী ইতিমধ্যেই দোকানের সামনে সিমেন্টের উঁচু গাছ নিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ পরিবেশকে বাঁচানোর শপথে গণেশ পুজোর আরাধনা
কিন্তু তাতেও সেভাবে লাভ হয়নি দীর্ঘ কয়েক বছর ধরে তুলা পট্টিতে পর্দা ও কাপড় বিক্রি করেন শ্যামবাবু বৃষ্টিতে তার দোকানে প্রচুর ক্ষতি হয়েছে বুধবার সকালে বৃষ্টির মধ্যেই ছেলে ও দোকানে কর্মীদের নিয়ে সম্ভাব্যকে দেখা গেল দোকান পরিষ্কার করতে। এছাড়া মেয়র গৌতম দেব জানান, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন জায়গায় এই সমস্যারয়েছে, টেন্ডার পাস হয়ে গিয়েছে । ইতিমধ্যেই অনেক জায়গায় ড্রেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই সমস্যারসমাধান করা হবে আশ্বাস দিলেন তিনি।
Anirban Roy