ইউএস ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রাম এটিকে মানব কার্সিনোজেন হিসাবে নিশ্চিত করেছে। তাই থার্মোকল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। করোনা কাল পরিস্থিতির জন্য গত দু'বছর ধরে ডেকোরেটার্সদের মাথায় হাত পড়েছিল এমনিতেই সকলে এই পেশা ছেড়ে অন্য নানারকম পেশায় যুক্ত হয়ে যাচ্ছিল। তবে এই বছর তাদের মুখে হাসি ফোটে কিন্তু থার্মোকলের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষতির মুখে ডেকোরেটার্স কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুনঃ সঙ্গীত চর্চার নতুন জায়গা পুলিশ আবাসনে, খুশি পরিবারের সদস্যরা
তবে রাজ্যব্যাপী ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে আরজি জানানো হয়েছে যে যেহেতু পুজোর কাজ কর্মের জন্য বছরের শুরু থেকেই ডেকোরেটার্সরা কাজ শুরু করে দেয়। তাই এ বছরও বিভিন্ন থার্মোকলের ডেকোরেশন তারা করে রেখেছিল। হঠাৎই এই নিয়ম লাগু হওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
আরও পড়ুনঃ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল বালাসন সেতু
বিভিন্ন ক্লাব এই ডেকোরেশন দেখেই তাদের অর্ডার দেয় এবং ইতিমধ্যেই তারা ক্লাবগুলো সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কিন্তু থার্মোকল বন্ধের উপর নিষেধাজ্ঞা জারির নোটিশ দেওয়ার পর যদি তারা চুক্তি থেকে বঞ্চিত হয়ে যায় বা কাজগুলি না করতে পারে তাহলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছেন শিলিগুড়ি ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গোপাল সরকার। তিনি আরো জানান তারাও প্লাস্টিক এবং থার্মোকলের বিরোধী কারণ এটি পরিবেশ দূষণের অন্যতম একটি বস্তু কিন্তু এবছর যেহেতু জিনিসপত্র বানানো হয়ে গিয়েছে তাই শুধুমাত্র এই বছরের জন্য যদি তাদের ছাড় দেওয়া হয় তবে তারা ভীষণভাবে উপকৃত হবে বলে জানিয়েছেন।
Anirban Roy