TRENDING:

Siliguri News: শিলিগুড়িতে চলল বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৫০ টি বেআইনি দোকান

Last Updated:

ফুটপাত দখল করে কী না গড়ে উঠেছিল। হোটেল, গ্যারেজ, পানের দোকান থেকে মিষ্টির দোকান যা চাইবেন তাই পাওয়া যেত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: প্রতিদিন দখল হচ্ছে শিলিগুড়ি শহরের ফুটপাথ। এক শ্রেণির ব্যবসায়ী রাস্তা দখল করে রমরমা কারবার চালাচ্ছেন। এর ফলে প্রতিদিন যানজটের কবলে পড়তে হচ্ছে শহর শিলিগুড়িকে। পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। সব মিলিয়ে রাস্তায় বেরোলে ফুটপাতের অভাবে ভালো মতোই ভোগান্তির মুখে পড়তে হয় শহরের বাসিন্দাদের।
advertisement

ফুটপাতকে কেন্দ্র করে বিপত্তির একটি ঘটনা সম্প্রতি ৪২ নম্বর ওয়ার্ডে ঘটে। ভক্তিনগর থানার সামনে থেকে শুরু করে আশিঘর মোর পর্যন্ত ইস্টার্ন বাইপাসের দুই পাশের রাস্তার উপর‌ই বসছিল দোকানপাট। এমনকি কেউ কেউ ফুটপাতেই স্থায়ী দোকান তৈরি করে বসে আছেন। এরফলে এলাকার মানুষের হাঁটার রাস্তাই আর ছিল না। পুরসভার উদ্যোগে বুধবার অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল এখানকার ৫০ টির বেশি দোকান।

advertisement

আরও পডুন: গেঁড়ি-গুগলির জীবন ছেড়ে ঘর সাজানোর জিনিস বানাচ্ছে লোধারা

জানা গিয়েছে, স্থানীয় রাজনৈতিক দাদাদের প্রত্যক্ষ মদতেই চলছিল এই রাস্তা দখলের কারবার। ফুটপাত দখল করে কী না গড়ে উঠেছিল। হোটেল, গ্যারেজ, পানের দোকান থেকে মিষ্টির দোকান যা চাইবেন তাই পাওয়া যেত। রাস্তার পাশে পাকা ঘর করে সিমেন্ট-ইট বিক্রির দোকানও খুলে ফেলেছিলেন অনেকে! তবে সব কিছুর‌ই তো শেষ হয়। আর তাই শহরবাসীকে স্বস্তি দিতে বুধবার বুলডোজার নিয়ে চলল অভিযান। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ওইসব বেআইনি নির্মাণ। ভক্তিনগর থানার চেকপোস্ট মোড় থেকে রায় কলোনি মোড় পর্যন্ত এই অভিযান চলে।

advertisement

View More

এই ফুটপাত দখলমুক্ত অভিযানে নেমে প্রতিরোধের মুখেও পড়তে হয় পুরসভার বাহিনীকে। বেআইনি দোকানের মালিকরা ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তবে উপস্থিত বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘদিন ধরেই পুরনিগমের তরফ থেকে ওই ব্যবসায়ীদেরকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছিল! কিন্তু তারা কথা না শোনাতেই অভিযান চালাতে বাধ্য হল পুরনিগম।

এই অভিযানে ক্ষুব্ধ এক হোটেল ব্যবসায়ী বলেন, আমাদের গতকাল দুপুরে একটা নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়েছে দোকান উঠিয়ে নেওয়ার কথা। শেষ সময়টুকুও দেওয়া হয়নি, বুলডোজার দিয়ে সব ভেঙে দেওয়া হল। আমরা এখানে বহুদিন দোকান করে আসছি। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে চলল বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৫০ টি বেআইনি দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল