Jhargram News: গেঁড়ি-গুগলির জীবন ছেড়ে ঘর সাজানোর জিনিস বানাচ্ছে লোধারা

Last Updated:

শাক, গুগলি তুলে বা বনের কাঠ কেটে চলত সংসার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে লোধাদের জীবনযাত্রাও। ঝাড়গ্রামের খোয়াবগাঁয় বসবাসকারী লোধারা অন্যান্য কাজের পাশাপাশি বানাচ্ছেন কাটুম কুটুম। ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল-ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর অনবদ্য সব উপকরণ।

+
title=

ঝাড়গ্রাম: গোটা জঙ্গলমহলের অন্যতম নান্দনিক গ্রাম খোয়াবগাঁ। এখানে মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানান ছবিতে। কোথাও রয়েছেন সত্যজিৎ রায়, কোথাও রাধাকৃষ্ণের ছবি। আবার কোথাও গ্রামের কাল্পনিক দৃশ্য। খোয়াবগাঁয় মূলত আদিবাসী লোধা সম্প্রদায়ের বাস। পুরনো সংস্কৃতি ছেড়ে, ফেলে দেওয়া নানান জিনিস, গাছের মূল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তারা তৈরি করছে ঘর সাজানোর নানা জিনিস। এগুলির বাজারে যথেষ্ট চাহিদা আছে। আর এভাবেই স্বনির্ভর হচ্ছেন আদিবাসী লোধা সম্প্রদায়ের মানুষ।
প্রসঙ্গত লোধা সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা ছিল ভিন্ন ধরনের। শাক, গুগলি তুলে বা বনের কাঠ কেটে চলত সংসার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে লোধাদের জীবনযাত্রাও। ঝাড়গ্রামের খোয়াবগাঁয় বসবাসকারী লোধারা অন্যান্য কাজের পাশাপাশি বানাচ্ছেন কাটুম কুটুম। ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল-ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর অনবদ্য সব উপকরণ। এই গ্রামে ঘুরতে এসে পর্যটকরা কিনছেন‌ও সেই সকল জিনিস।
advertisement
advertisement
২০১৮ সাল থেকে এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত হন আদিবাসী লোধারা। স্থানীয় এক শিল্পীর কাছে তাঁরা এই কাটুন কুটুম বানানোর প্রশিক্ষণ নেন। যা লোধাদের জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Jhargram News: গেঁড়ি-গুগলির জীবন ছেড়ে ঘর সাজানোর জিনিস বানাচ্ছে লোধারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement