হোম /খবর /আলিপুরদুয়ার /
দীর্ঘ ২২ বছর পর জেগে উঠল এই চা বাগান, খুলে গেল গেট

Alipurduar News: ২২ বছর পর খুলল ঢেকলাপাড়া চা বাগান, খুশির হাওয়া শ্রমিক মহল্লায়

২০০২ সালে বন্ধ হয় বাগানটি। পরে কিছুদিনের জন্য খুললেও ২০০৬ সাল থেকে টানা বন্ধ ছিল।

  • Share this:

আলিপুরদুয়ার: ২২ বছর পর শাপমোচন। খুলে গেল আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া চা বাগান। খুশির হাসি চা শ্রমিকদের মুখে। ২০০২ সালে বন্ধ হয় বাগানটি। পরে কিছুদিনের জন্য খুললেও ২০০৬ সাল থেকে টানা বন্ধ ছিল।

আলিপুরদুয়ারের বেশ কয়েকটি চা বাগান বন্ধ। তার মধ্যে অন্যতম ছিল এই ঢেকলাপাড়া চা বাগান। গত সোমবার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয় বিজেপি ও তৃণমূলের শ্রমিক সংগঠন। সেখানে হাজির ছিলেন এই বাগান পরিচালনার দায়িত্ব নিতে ইচ্ছুক বাংলাঝাড় টি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার প্রতিনিধিরা। সেই বৈঠকে ডাক না পেলেও কংগ্রেস এবং বামেদের ট্রেড ইউনিয়নগুলিও ঢেকলাপাড়া চা বাগান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

আরও পডুন: বামনহাট বাজারে দীর্ঘদিন ধরে পানীয় জল নেই! গরমের আগে সমস্যা সমাধানের আর্জি

এই চা-বাগানে দুটি ডিভিশন আছে। মূল ডিভিশনের কমবেশি ৫০% ও নেপানিয়া ডিভিশনের কমবেশি ৩০% চা গাছ নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ফ্যাক্টরিটি ১০০%-ই নষ্ট হয়ে গিয়েছে। ফলে বাগান খুললেও মালিকপক্ষের ঘুরে দাঁড়াতে বেশ কয়েক বছর সময় লাগবে বলে মনে করছে ট্রেড ইউনিয়নগুলি। যদিও ফের বাগান খোলায় রোজগারের আশায় খুশি এখানকার ৬০৪ জন শ্রমিক। দীর্ঘদিন পর বাগান খোলা উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নাচগান, খাওয়া দাওয়ায় মেতে ওঠে শ্রমিকরা।

অনন্যা দে

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Alipurduar news