শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানান, আগামী ১০ জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলার সূচনা হবে। শোভাযাত্রার থিম 'বইয়ের জন্য হাঁটুন'। ওইদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হবে।
আরও পড়ুন: স্কুল লাইব্রেরির উদ্বোধন করলেন পুলিশ সুপার
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন মেয়র গৌতম দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলাশাসক এস পোন্নমবালাম, দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ির মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং সহ অন্যান্য বিশিষ্টরা। এবারের বইমেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান সহ অন্যান্য দিনগুলোতে সেমিনার, কুইজ সহ নানান অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
advertisement
মেয়র গৌতম দেব জানান, এখন শিশুরা বড় হওয়ার সময় বইয়ের থেকে স্মার্টফোনের ছোঁয়া বেশি পাচ্ছে। এর ফলেও নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ কমছে। তাই ছোট থেকেই শিশুদের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া জরুরি। ঘটনা হল, অনেকের কাছেই এখন পাঠ্যপুস্তকের বাইরে পড়া ব্যাপারটাই চলে গিয়েছে। শুধুই ফেসবুক, হোয়াটসঅ্যাপে তারা সীমাবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় মানুষের এই ঝোঁকের পরিণতি খুব ভালো নয়। তাই শিলিগুড়ি বইমেলার আয়োজকরা জানিয়েছেন এবার বড় করে বইমেলার আয়োজন হচ্ছে।
অনির্বাণ রায়