East Bardhaman News: স্কুল লাইব্রেরির উদ্বোধন করলেন পুলিশ সুপার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
উচালন হাইস্কুলে একসঙ্গে উদ্বোধন হল লাইব্রেরি ও স্কুল তোরণের
#পূর্ব বর্ধমান: শুক্রবার উচালন হাইস্কুলে নির্মলচন্দ্র ঘোষ স্মৃতি তোরণ ও মাধবীলতা কক্ষ লাইব্রেরির উদ্বোধন করা হল। নির্মল চন্দ্র ঘোষ স্মৃতি তোরণের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। অন্যদিকে লাইব্রেরির উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক শ্যামল পাল।
বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন এসপি কামনাশিস সেন। উচ্চারন হাইস্কুলের এই লাইব্রেরিটি তৈরির জন্য ২ লক্ষ টাকা দান করেছিলেন বিশিষ্ট চিকিৎসক শ্যামল পাল। শুক্রবারের সূচনা অনুষ্ঠানেও তিনি হাজির ছিলেন। এদিন তিনি বাড়ি থেকে বেশ কিছু বই নিয়ে এসে নবনির্মিত লাইব্রেরিকে দান করেন। সেইসঙ্গে ১০ হাজার টাকা দেন ছাত্র-ছাত্রীদের বই কেনার জন্য । চিকিৎসক শ্যামল পালের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন সবাই।
advertisement
আরও পড়ুন: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বাস চালকের!
advertisement
ঘটনা হল, শ্যামলবাবু নিজেও এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। তাঁর বাবা ও স্ত্রী এই উচালন হাইস্কুলে শিক্ষকতাও করতেন। তিনি জানান, এই বিদ্যালয়ের প্রতি তথা সমাজের প্রতি কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই লাইব্রেরি তৈরির ক্ষেত্রে আর্থিক সাহায্য করেছেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারের পাশাপাশি এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী , সিআই সদর সুব্রত ঘোষ, মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্ত, খণ্ডঘোস থানার ওসি সুব্রত বেড়া উপস্থিত ছিলেন। স্কুলে লাইব্রেরি তৈরি হওয়ায় ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষজনও খুশি।
advertisement
মালবিকা বিশ্বাস
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2023 8:31 PM IST