East Bardhaman News: স্কুল লাইব্রেরির উদ্বোধন করলেন পুলিশ সুপার

Last Updated:

উচালন হাইস্কুলে একসঙ্গে উদ্বোধন হল লাইব্রেরি ও স্কুল তোরণের

+
স্কুল

স্কুল লাইব্রেরির উদ্বোধন

#পূর্ব বর্ধমান: শুক্রবার উচালন হাইস্কুলে নির্মলচন্দ্র ঘোষ স্মৃতি তোরণ ও মাধবীলতা কক্ষ লাইব্রেরির উদ্বোধন করা হল। নির্মল চন্দ্র ঘোষ স্মৃতি তোরণের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। অন্যদিকে লাইব্রেরির উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক শ্যামল পাল।
বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন এসপি কামনাশিস সেন। উচ্চারন হাইস্কুলের এই লাইব্রেরিটি তৈরির জন্য ২ লক্ষ টাকা দান করেছিলেন বিশিষ্ট চিকিৎসক শ্যামল পাল। শুক্রবারের সূচনা অনুষ্ঠানেও তিনি হাজির ছিলেন। এদিন তিনি বাড়ি থেকে বেশ কিছু বই নিয়ে এসে নবনির্মিত লাইব্রেরিকে দান করেন। সেইসঙ্গে ১০ হাজার টাকা দেন ছাত্র-ছাত্রীদের বই কেনার জন্য । চিকিৎসক শ্যামল পালের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন সবাই।
advertisement
advertisement
ঘটনা হল, শ্যামলবাবু নিজেও এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। তাঁর বাবা ও স্ত্রী এই উচালন হাইস্কুলে শিক্ষকতা‌ও করতেন। তিনি জানান, এই বিদ্যালয়ের প্রতি তথা সমাজের প্রতি কিছু ফিরিয়ে দেওয়ার জন্য‌ই লাইব্রেরি তৈরির ক্ষেত্রে আর্থিক সাহায্য করেছেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারের পাশাপাশি এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী , সিআই সদর সুব্রত ঘোষ, মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্ত, খণ্ডঘোস থানার ওসি সুব্রত বেড়া উপস্থিত ছিলেন। স্কুলে লাইব্রেরি তৈরি হওয়ায় ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষজন‌ও খুশি।
advertisement
মালবিকা বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: স্কুল লাইব্রেরির উদ্বোধন করলেন পুলিশ সুপার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement