East Bardhaman News: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বাস চালকের!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কাজে যোগ দেবেন বলে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বাস চালক বাসুদেব সাঁতরা। কিন্তু বাইক দুর্ঘটনা তাঁর প্রাণ কেড়ে নিল
#পূর্ব বর্ধমান: সাতসকালে কাজে যোগ দেবেন বলে বাড়ি থেকে বেড়িয়েছিলেন পেশায় বাস চালক বাসুদেব সাঁতরা। তিনি বাইক চালিয়ে কর্মক্ষেত্রের দিকে যাচ্ছিলেন। কিন্তু সেই সময়ই এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান ওই ব্যক্তি। পূর্ব বর্ধমানের কালনার ঘটনা।
শুক্রবার সাতসকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কালনা। ঘটনাটি ঘটেছে কালনার উমরপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত বাসুদেব সাঁতরার বাড়ি কালনারই সিমলা এলাকায়। তাঁর পরিবারের সূত্রে জানা গিয়েছে, রোজ সকালের মত এদিনও সকালে বাসুদেব সাঁতরা বাইক চালিয়ে কালনা বাসস্ট্যান্ডের দিকে রসনা হন। ফাস্ট ট্রিপের বাস চালানোর কথা ছিল তাঁর। কিন্তু ওমরপুরের কাছে দুর্ঘটনা ঘটে। ওই বাস চালকের বাইকে ধাক্কা মারে একটি মটর ভ্যান। এরফলে রাস্তার মধ্যে ছিটকে পড়েন বাসুদেববাবু। ঠিক সেই সময় একটি ডাম্পার আসছিল। সেটি না থেমেই ওই বাস চালকের মাথার উপর দিয়ে চলে যায়! ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসুদেব সাঁতরার।
advertisement
advertisement
এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, হামেশাই কালানার উমরপুর ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের বিরুদ্ধে এই বিষয়ে গাছ ছাড়া মনোভাব দেখানোর অভিযোগ তোলেন।
advertisement
মালবিকা বিশ্বাস
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2023 8:04 PM IST