South 24 Parganas News : ঝাড়ুদার নয়, এবার রাস্তা পরিষ্কার করবে মেশিন! দেখুন সেই ভিডিও

Last Updated:

ঝাঁটা দিয়ে ঝাড়ুদারের পাড়ার রাস্তা পরিষ্কার করার দিন বোধহয় ফুরোল। কারণ দক্ষিণ শহরতলীর মহেশতলা পুরসভার একটি ওয়ার্ডে ইতিমধ্যেই মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার শুরু হয়েছে। যেখানে ঝাঁটা বা ঝাড়ুদার কারোর প্রয়োজন পড়ছে না

+
মেশিন

মেশিন দিয়ে হবে রাস্তা পরিষ্কার

#দক্ষিণ ২৪ পরগনা: আর ঝাড়ুদার নয়, এবার আপনার বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করবে মেশিন! ইউরোপের বহু দেশে বেশ কিছু বছর আগে থেকে মেশিনের মাধ্যমে রাস্তাঘাট পরিষ্কার করা হয়। তবে ভারতবর্ষে এতদিন তা স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নই এবার বাস্তবের মুখ দেখে ফেলল। দক্ষিণ শহরতলীর মহেশতলা পুরসভার একটি ওয়ার্ডে ইতিমধ্যেই বুমার মেশিন দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।।
এতদিন রাস্তা পরিষ্কার করার কাজ করত নির্মল বন্ধুরা। এতে তাঁদের নানান শারীরিক সমস‍্যা‌ও দেখা দিত। সেই সঙ্গে সময়ও লাগত অনেকটা। নতুন এই মেশিন আসায় অনেক কম সময়ে এই রাস্তা পরিষ্কার করার কাজ করা যাবে। এই মেশিনের নাম বুমার মেশিন। মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে।
advertisement
advertisement
এই পরীক্ষা সফল হলে আগামীদিনে মহেশতলা পুরসভার ৩৫ টি ওয়ার্ডেই এই মেশিন ব‍্যবহার করা হবে। রাস্তা ঝাঁট দেওয়া এই মেশিনটি সম্পূর্ণ ব‍্যাটারি পরিচালিত মেশিন। সেইসঙ্গে সম্পূর্ণ পরিবেশবান্ধব‌ও বটে। এতদিন ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়ার ফলে প্রচন্ড ধুলে উড়তো চারপাশে। কিন্তু বুমার মেশিনে ধুলো ওড়ার কোন‌ও বিষয় নেই। এটি ব্যাটারির সাহায্যে চলে।
advertisement
মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে এই ঝাড়ু মেশিনের আনুষ্ঠানিক কাজ শুরু দেখতে ভিড় জমিয়েছিলেন ওয়ার্ডের মানুষ। উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের পুরমাতা শুভ্রা চক্রবর্তী। এই নতুন মেশিন নিয়ে খুশি তিনি। জানান, আগামীদিনে এই মেশিন অন‍্যান‍্য পুরসভাকেও পথ দেখাবে। বর্তমানে একটি মাত্র মেশিন এসেছে। এরপর আরও মেশিন নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি‌।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ঝাড়ুদার নয়, এবার রাস্তা পরিষ্কার করবে মেশিন! দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement