আরও পড়ুন: পুজোয় প্লাস্টিক বর্জন করলেই হাতে গরম পুরস্কার
প্রসঙ্গত, ন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম এবং সমগ্র শিক্ষা মিশন সারা রাজ্য তথা দেশব্যাপী এমন সায়েন্স ক্যাম্পের আয়োজন করে থাকে। কোভিডের পর থেকে লক্ষ্য করা গিয়েছে যে ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়াশোনার প্রবণতা খানিকটা হলেও কমেছে। তাই তাদের আরও বিজ্ঞানমনস্ক করে তুলতে তথা আরও বিজ্ঞানের প্রতি আগ্রহ গড়ে তুলতে এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই ক্যাম্পকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্র্যাকটিকাল ও থিয়োরি।
advertisement
উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর ঋতব্রত বিশ্বাস বলেন, আমরা আশাবাদী এই তিনদিনব্যাপী সায়েন্স ক্যাম্পে অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী ভীষণভাবে উপকৃত হবেন। বিজ্ঞান সম্পর্কে নানা রকম ধারণা তাদের দেওয়া হবে। এখান থেকে বেরিয়ে যখন তারা তাদের স্কুলে যাবে আরও দশজনকে তাদের অভিজ্ঞতার কথা জানাবে তখন আখেরে ছাত্রছাত্রীদেরই উপকার হবে।
অনির্বাণ রায়