North 24 Parganas News: পুজোয় প্লাস্টিক বর্জন করলেই হাতে গরম পুরস্কার
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়তে বিরাট উদ্যোগ। পুজোয় প্লাস্টিক বর্জন করলে পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হবে
উত্তর ২৪ পরগনা: পুজোয় প্লাস্টিক বর্জনে মিলবে পুরস্কার। এমনই দুর্দান্ত ঘোষণা বসিরহাট মহকুমা প্রশাসনের। তবে এই পুরস্কার সাধারণ দর্শনার্থীদের জন্য নয়। পুজো কমিটিগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। আর এই পুরস্কার জেতা নিয়ে এখন থেকেই জোর টক্কর বেঁধে গিয়েছে পুজো উদ্যোক্তাদের মধ্যে।
প্লাস্টিকের ব্যবহার ভয়াবহভাবে ক্ষতি করছে পরিবেশের। এর জন্য বাড়ছে বিশ্ব উষ্ণায়নের সমস্যাও। তাই এবার প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে বসিরহাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হল। ‘প্লাস্টিক বর্জনে মিলবে পুরস্কার’ এই বার্তা নিয়ে পুজো উদ্যোক্তাদের এক নতুন প্রতিযোগিতায় সামিল করাল প্রশাসন।
advertisement
advertisement
দেখা গিয়েছে মণ্ডপ সজ্জার পাশাপাশি পুজো প্রাঙ্গনে বিভিন্ন স্টল তথা আগত দর্শকদের সঙ্গে জমা পড়ে প্রচুর প্লাস্টিক। যা প্রকৃতির ক্ষতি করে। তাই দূর করতেই বসিরহাটের মহকুমাশাসক, পুলিশ প্রশাসন ও বসিরহাট পুরসভাকে সঙ্গী করে বসিরহাট, টাকি ও বাদুড়িয়ার মতো শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে এক বৈঠক করা হয়। সেখানে ঠিক হয়, যে পুজো কমিটি পুজো মণ্ডপে কম প্লাস্টিক ব্যবহার করবে তারা এই পুরস্কার পাবে।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 10, 2023 8:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পুজোয় প্লাস্টিক বর্জন করলেই হাতে গরম পুরস্কার







