আরও পড়ুন: গাছে ঝুলছে ওটা কী? রক্তে ভাসছে এলাকা! ইসলামপুরে ভয়ঙ্কর কাণ্ড
এবারের তাপপ্রবাহে ভয়াবহ পরিস্থিতি শিলিগুড়ির। দক্ষিণবঙ্গের বহু জেলাকে ছাড়িয়ে রেকর্ড গরম পড়েছে পাহাড়ের পাদদেশের এই শহরে। আর তাই কংক্রিটের বাড়িঘড়ে তালা দিয়ে অনেকেই স্বস্তির খোঁজে সপরিবারে চলে আসছেন বৈকন্ঠপুরের জঙ্গলে। কেউ আবার বন্ধুবান্ধবদের সঙ্গে দল বেঁধে এখানে এসে উঠছেন। সকলেরই লক্ষ্য, যদি একটু এই গরম থেকে শান্তি খুঁজে পাওয়া যায়।
advertisement
এই সময় বৈকুন্ঠপুর জঙ্গলে গেলে দেখতে পাবেন- কেউ পাটি পেতে পরিবারের সঙ্গে জঙ্গলের হাওয়া উপভোগ করছেন। কেউ আবার দুই গাছে হ্যামক আটকিয়ে আরাম করছেন। আবার কেউ নদীর পাড়ে বসে প্রকৃতির শোভা উপভোগ করছেন। হয়তো এখানে প্রকৃতির শোভায় হারিয়ে গিয়ে কাউকে কাউকে বাঁশিতে সুর তুলতেও শুনে থাকতে পারেন। এই গরমে বৈকুন্ঠপুরের জঙ্গল সত্যিই যেন অমৃতলোক হয়ে উঠেছে।
শিলিগুড়ি খবর | Siliguri News
এখানে ঘুরতে আসা অনিক বিশ্বাস বলেন, বৈকুন্ঠপুর জঙ্গলে যে ঠান্ডাটা আছে তা এসি বা ফ্যান তৈরি করতে পারবে না। গরম থেকে একটু স্বস্তির খোঁজে এখানে আসা।
অনির্বাণ রায়