রীতিমতো লাইনে দাঁড়িয়ে মহাপ্রভুর এই মহাপ্রসাদের জন্য ভিড় করছেন ভক্তবৃন্দ। এই মহাপ্রসাদ কিনতে হলে প্রথমেই আপনাকে কেটে নিতে হবে কুপন। তিন রকম দামের কুপন রয়েছে ৫০ টাকা ১০০ টাকা এবং ১৫০ টাকা। ৫০ টাকা এবং ১০০ টাকায় মহাপ্রসাদ রয়েছে এবং ১৫০ টাকায় আপনি পেয়ে যাবেন ৫৬ ভোগ মহাপ্রসাদ। এছাড়াও মাসির বাড়িতে প্রতিদিন চলবে নাম কীর্তন। বিভিন্ন জায়গা থেকে মহারাজরা এসে গীতা পাঠও করবেন সেখানে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বইয়ের স্টল। সবমিলিয়ে জমজমাট এবার শিলিগুড়ির রথ উৎসব।
advertisement
ইসকন কমিটির সদস্য তথা মহাপ্রসাদ স্টলের ম্যানেজার ইন্দ্রজিৎ গুহ জানান, “এ বছর প্রথমবার শিলিগুড়িতে এত বড় করে রথ মহোৎসব পালন করা হচ্ছে। মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে এই প্রাঙ্গণ থেকেই। প্রতিদিন ভক্তরা এসে মহাপ্রসাদ নিয়ে যাচ্ছেন।”
মহাপ্রসাদ নিতে আসা খোকন সূত্রধর জানান, ” শিলিগুড়িতে এরকম উৎসব এর আগে কখনো হয়নি। আমি পুরীতে গিয়ে মহাপ্রসাদ নিয়ে এসেছিলাম। কিন্তু বাড়ির পাশেই জগন্নাথের মহাপ্রসাদ হাতছাড়া করতে চাই না। তাই এই মহাপ্রসাদ নিতে চলে এসেছি পরিবারের সকলের সঙ্গে উপভোগ করব।”