Rathayatra 2023: সামনের সপ্তাহে উল্টোরথ কবে? আগামী বছর রথযাত্রা কবে শুরু? জানুন পুণ্যতিথির দিনক্ষণ

Last Updated:
Rathayatra 2023: আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় রথযাত্রা। তার আট দিন পর দশমী তিথি নির্ধারিত উল্টোরথ যাত্রার জন্য
1/9
উল্টো রথযাত্রা পরিচিত বহুড়া যাত্রা নামে। রথযাত্রার পর গুন্ডিচা মন্দির থেকে ফের মূল মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রত্যাবর্তনই হল উল্টোরথের যাত্রা। মূল রথযাত্রার উল্টো পথে শোভাযাত্রা হয় বলে এর নাম ‘উল্টো রথ’।
উল্টো রথযাত্রা পরিচিত বহুড়া যাত্রা নামে। রথযাত্রার পর গুন্ডিচা মন্দির থেকে ফের মূল মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রত্যাবর্তনই হল উল্টোরথের যাত্রা। মূল রথযাত্রার উল্টো পথে শোভাযাত্রা হয় বলে এর নাম ‘উল্টো রথ’।
advertisement
2/9
আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় রথযাত্রা। তার আট দিন পর দশমী তিথি নির্ধারিত উল্টোরথ যাত্রার জন্য।
আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় রথযাত্রা। তার আট দিন পর দশমী তিথি নির্ধারিত উল্টোরথ যাত্রার জন্য।
advertisement
3/9
এ বছর সোজা রথযাত্রা ছিল গত ২০ জুন, মঙ্গলবার। উল্টোরথ পালিত হবে আগামী ২৮ জুন, বুধবার।
এ বছর সোজা রথযাত্রা ছিল গত ২০ জুন, মঙ্গলবার। উল্টোরথ পালিত হবে আগামী ২৮ জুন, বুধবার।
advertisement
4/9
প্রচলিত সব রীতি রেওয়াজ পালন করে সেই তিথিতে তিন বিগ্রহ ফিরে আসেন পুরীর মন্দিরে। বলভদ্র এবং জগন্নাথদেবের মাঝে থাকে বোন সুভদ্রার রথ।
প্রচলিত সব রীতি রেওয়াজ পালন করে সেই তিথিতে তিন বিগ্রহ ফিরে আসেন পুরীর মন্দিরে। বলভদ্র এবং জগন্নাথদেবের মাঝে থাকে বোন সুভদ্রার রথ।
advertisement
5/9
সোজা রথ এবং উল্টো রথযাত্রার তিথির মধ্যে পালিত হয় ‘হেরা পঞ্চমী’ এবং ‘সন্ধ্যা দর্শন বা নবমী দর্শন’ পার্বণ।
সোজা রথ এবং উল্টো রথযাত্রার তিথির মধ্যে পালিত হয় ‘হেরা পঞ্চমী’ এবং ‘সন্ধ্যা দর্শন বা নবমী দর্শন’ পার্বণ।
advertisement
6/9
উল্টো রথযাত্রার পরে সুনাবেশ, আধার পানা এবং নীলাদ্রি বিজ পার্বণও গুরুত্বপূর্ণ।
উল্টো রথযাত্রার পরে সুনাবেশ, আধার পানা এবং নীলাদ্রি বিজ পার্বণও গুরুত্বপূর্ণ।
advertisement
7/9
জগন্নাথদেবের রথ নন্দীঘোষে চাকার সংখ্যা ১৬। বলরামের রথ তালধ্বজে চাকা আছে ১৪ টি। সুভদ্রার রথ দর্পদলনের চাকা ১২ টি।
জগন্নাথদেবের রথ নন্দীঘোষে চাকার সংখ্যা ১৬। বলরামের রথ তালধ্বজে চাকা আছে ১৪ টি। সুভদ্রার রথ দর্পদলনের চাকা ১২ টি।
advertisement
8/9
উল্টো রথযাত্রার মধ্যে দিয়েই পুরীতে রথযাত্রা উৎসবের পরিসমাপ্তি ঘটে সে বছরের মতো৷ আগামী বছর রথযাত্রা পালিত হবে ৭ জুলাই, রবিবার৷
উল্টো রথযাত্রার মধ্যে দিয়েই পুরীতে রথযাত্রা উৎসবের পরিসমাপ্তি ঘটে সে বছরের মতো৷ আগামী বছর রথযাত্রা পালিত হবে ৭ জুলাই, রবিবার৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement