আরও পড়ুন: মুজনাই নদীতে জমজমাট নৌকা বাইচ
মেদিনীপুরের শিল্পী মাটির নানান রকম কাজকর্মের মাধ্যমে এই থিম ফুটিয়ে তুলছেন। এবারের পুজোয় তাঁদের মণ্ডপ শহরবাসীর মন জয় করে নিতে পারবে বলে আশাবাদী শিলিগুড়ির এই পুজো কমিটির সদস্যরা।
প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বের হওয়ার কারণে মাটির তৈরি জিনিসপত্র এখন আর আগের মতো চলে না। আগে এই জাতীয় পণ্য বাজারে না থাকায় মাটির তৈরি কলসি, হাঁড়ি, পাতিল, সরা, মটকা, ফুলের টব সহ নানা সামগ্রী বেশি বেশি বিক্রি হতো। কিন্তু এখন প্লাস্টিক-অ্যালুমিনিয়াম জাতীয় পণ্যে বাজার ছেয়ে গিয়েছে। মানুষ আর মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করেনা। তাই ‘মাটির টানে’ থিমের মাধ্যমে পুরনো সময়কে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা মণ্ডপ সজ্জায় পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করা হচ্ছে।
advertisement
ক্লাবের অন্যতম সদস্য পিঙ্কু মণ্ডল জানান, এবারে আমাদের ৪০ তম বর্ষে মাটির টানেই আমরা মাকে ফিরিয়ে আনতে চাইছি। শহরের ব্যস্ততম জীবনে মানুষ মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করা ভুলে গিয়েছেন। তাই সেই সমস্ত হারিয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে গড়ে তোলা হচ্ছে আমাদের মণ্ডপ সজ্জা। আশা করছি শহরবাসীর মন জয় করে নিতে পারব।
অনির্বাণ রায়