সচরাচর প্রত্যেকে দোকান থেকেই ভারতীয় পতাকা কিনে নিজেদের বাড়িতে স্কুলে সমস্ত জায়গায় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করে। কিন্তু এবার অভিনব কায়দায় এই পতাকা মিলবে পোস্ট অফিস থেকে। পোস্ট অফিসের ডিজিটাল পোর্টালে গিয়ে অর্ডার দিলেই মিলবে ভারতীয় পতাকা।
আরও পড়ুনঃ উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে আটক ৩
advertisement
মাত্র ২৫ টাকা থেকে শুরু এই পতাকার দাম। মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ অনুযায়ী এবারে প্রথম শুরু হয় পোস্ট অফিস থেকে সরাসরি পতাকা কেনা এবং খুবই ভালো সাড়া করছে বলে জানিয়েছেন পোস্ট অফিস কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ খামখেয়ালি আবহাওয়ায় ক্ষতির মুখে উত্তরের চা শিল্প
তারা জানিয়েছেন এবারের এই অভিনব পন্থা পোস্টম্যানদের মানুষের কাছে আরো নতুনভাবে পৌঁছে দেবে। তারা খুশি এবারে শুধু চিঠি নিয়ে নয় দেশের পতাকা যথেষ্ট মর্যাদার সঙ্গে তারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে।
Anirban Roy