শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে এসে এমনটাই জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। এতদিন পর্যন্ত শিলিগুড়ি শহরে রাত নটার পর শহরে ট্রাফিক মোড়ে আর দেখা পাওয়া যেত না ট্রাফিক পুলিশ কর্তাদের। ফলে রাত বাড়লেই শুরু হতো ট্রাফিক আইন ভাঙার খেলা। যার জন্য শহরে বাড়ছিল পথ দুর্ঘটনার সংখ্যা। সেই পথ দুর্ঘটনার সংখ্যা কমাতেই বিশেষ উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
advertisement
পুলিশের তরফে জানানো হয়েছে শহরে ট্রাফিক সমস্যা নিয়ে ভালো প্রস্তাব দিলে সেই শহরবাসীকে পুলিশের তরফে সংবর্ধনা জানানো হবে। পরিকল্পনা প্রসঙ্গে পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, “ট্রাফিকের উন্নতির জন্য সবারই সহযোগিতা প্রয়োজন। প্রধান সড়ক থেকে অলিগলিতে শহরের সাধারণ মানুষ গাড়ি চালিয়ে যাওয়া আসা করেন তাই ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণে অনেক ভাল প্রস্তাব পাওয়া যাবে বলেই আমরা আশা রাখছি।”ট্রাফিক সংক্রান্ত যেকোনও সমাধানের কথা পুলিশকে সরাসরি ইমেইল আইডি বা ট্রাফিক পোর্টালে পাঠিয়ে দিতে পারেন সাধারণ মানুষ। আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অনির্বাণ রায়