Knowledge Story: এক গাছেই লুকিয়ে ৫ মশলার স্বাদ! বাড়িতেই হোটেলের স্বাদের রান্না! ৯৯% মানুষই এই গাছের নাম জানে না, আপনি জানেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kitchen Hacks: অলস্পাইস গাছের পাতায় আছে পাঁচ রকমের মশলার ঘ্রাণ। জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারুচিনি ও গোলমরিচ—সব ঘ্রাণ একসঙ্গে!
শিলিগুড়ি: গাছের নাম অলস্পাইস। এই গাছের বাংলা নাম নেই। গাছে কোনও ফুল নেই, ফল নেই। কেবল পাতা আর পাতা। উচ্চতা প্রায় চার ২০ ফুটের কাছাকাছি, পাতা দেখতে অনেকটা লবঙ্গগাছের মতো। তবে লবঙ্গগাছের পাতার চেয়ে পাতা কিছুটা ডিম্বাকার বা উপবৃত্তাকার, চওড়াও বেশি।
অলস্পাইসের পাতা কিছুটা পুরু, চকচকে। বিশেষজ্ঞদের মতে, অলস্পাইসগাছের পাতায় রয়েছে পাঁচ রকমের মশলার ঘ্রাণ। জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারুচিনি ও গোলমরিচ—সব ঘ্রাণ একসঙ্গে! এ কারণেই হয়তো নাম হয়েছে অলস্পাইস। পাতা ছায়ায় শুকিয়ে গুঁড়ো করে রাখা হয়। সেই গুঁড়ো রান্নায় ব্যবহার করা হয়। বিদেশে একে বলা হয় কারি পাউডার। বাঙালির রান্নাকে সুস্বাদু করতে এই পাতা ব্যবহার হয় বলে জানিয়েছেন গার্ডেনিয়ার গৌতম পাল।
advertisement
আরও পড়ুনঃ দাঁত-মাইগ্রেনের ব্যথা দু-মিনিটে ‘ভ্যানিশ’! এক চিমটে হেঁসেলের ‘এই’ উপাদান, হাজার রোগ থেকে মুক্তি
অলস্পাইসের ইংরেজি নাম পিমেন্টা বা জ্যামাইকান পিমেন্টা। একে মির্টেল পেপার নামেও ডাকা হয়। অলস্পাইসগাছে ফুল ফোটা শুরু হয় মে মাস থেকে, ফল পাওয়া যায় অগাস্ট পর্যন্ত। থোকা ধরে প্রচুর ফল হয়। ফলগুলি ছোট জামের দানার মতো গোলাকার। কাঁচা ফলের রং সবুজ, পাকলে কালো হয়ে যায় ধীরে ধীরে। সাধারণত কাঁচা ফল সংগ্রহ করা হয়। কাঁচা ফল রোদে শুকিয়ে বাদামি করা হয়। কাঁচা পাতা রোদে শুকিয়ে তেজপাতার মতো ব্যবহার করা যায়।
advertisement
advertisement
বাড়ির বাগানে কয়েকটা অলস্পাইসগাছ থাকলে সারা বছর বাড়ির বাতাসে একরকমের সুঘ্রাণ উপভোগ করা যায়। এ গাছ বাঁচে প্রায় ১০০ বছর। বীজ ও শাখা কলম করে চারা তৈরি করা যায়। শিলিগুড়ির ফুল মেলায় এই গাছ নিয়ে এসেছিলেন গৌতম পাল। তিনি বলেন, “এই গাছ আমি এনেছিলাম কেরল থেকে। কেরালায় এই গাছ অতি সহজলভ্য। এই গাছের পাতায় সব ঘ্রাণ লুকিয়ে রয়েছে। এই পাতা ব্যবহার করলে অন্য মশলা দিতে হবে না। বিরিয়ানি, মাংস রান্না করার সময় এই পাতা ব্যবহার করা হয়।”
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 11:58 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Knowledge Story: এক গাছেই লুকিয়ে ৫ মশলার স্বাদ! বাড়িতেই হোটেলের স্বাদের রান্না! ৯৯% মানুষই এই গাছের নাম জানে না, আপনি জানেন?