TRENDING:

Siliguri News: নানা ধরনের স্ট্যাম্পের সম্ভার! শিলিগুড়ি হেড পোস্ট অফিসে চালু হল ফিলাটেলিক ব্যুরো

Last Updated:

Siliguri News: পূর্বে সিকিম এবং উত্তরবঙ্গ মিলে একসঙ্গে ফিলাটেলিক ব্যুরোর কাজ করা হত। বহুদিন ধরেই তারা কাজ করে আসছেন তবে উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে হেড পোস্ট অফিসে এই ফিলাটেলিক ব্যুরোর অফিস চালু করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: বিভিন্ন ধরনের স্ট্যাম্পের সম্ভার নিয়ে শিলিগুড়ি হেড পোস্ট অফিসে চালু হল ফিলাটেলিক ব্যুরো। স্ট্যাম্প কালেকশন, স্ট্যাম্প নিয়ে পড়াশোনা, স্ট্যাম্প নিয়ে গবেষণার আরেক নাম ফিলাটেলিক। সারা বিশ্বে অনেক ফিলাটেলিক কালেক্টর রয়েছে। আপনি হয়তো স্ট্যাম্প কেনেন না। শেষ কবে পোস্ট অফিসে গিয়েছিলেন তাও হয়তো জানা নেই। কিন্তু এমন বহু লোক আছেন, যারা বহুদিন ধরে পোস্ট অফিসের স্ট্যাম্প কালেকশন করে থাকে। এই ভিন্ন ধরনের স্ট্যাম্প নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থাও করা হলেছে শিলিগুড়ির হেড পোস্ট অফিসে। এমব্রয়ডারি, খাবার, রাশি, ফসল, নিজেদের সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন রকমের স্ট্যাম্পের সম্ভার রয়েছে এখানে।
advertisement

পূর্বে সিকিম এবং উত্তরবঙ্গ মিলে একসঙ্গে ফিলাটেলিক ব্যুরোর কাজ করা হত। বহুদিন ধরেই তারা কাজ করে আসছেন তবে উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে হেড পোস্ট অফিসে এই ফিলাটেলিক ব্যুরোর অফিস চালু করা হল। গোটা ভারতবর্ষে ফিলাটেলিক ব্যুরোর সংখ্যা খুবই সামান্য। তাই এই ফিলাটেলিক বিউরোর স্থাপনা কার্যকর হবে মনে করেছেন অনেকে। এখানে ভারতবর্ষ তথা উত্তরবঙ্গের কালিম্পং ডুয়ার্সের সমস্ত জেলা, সিকিমের পাশাপাশি বিদেশেও স্ট্যাম্পের যোগান দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: সৌমিত্র অতীত! দ্বিতীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, কেমন সাজবেন সুজাতা? মেনুতেও বিরাট চমক!

আরও পড়ুন: রাষ্ট্রপতির পূর্ণাবয়ব মূর্তি গড়লেন নারায়ণগড়ের শিল্পী সুধীর মাইতি

এই ফিলাটেলিক ব্যুরো তৈরি হওয়ায় বাংলাদেশ, চিনের ক্রেতাদের অনেক সুবিধা হয়েছে। বাংলাদেশ, চিন-সহ আরও নানা দেশ থেকেও ব্যাপক হারে ক্রেতা রয়েছে। তাঁরা সব সময় শিলিগুড়ি ফিলাটেলিক বিউরোতেই আসেন। এতে আন্তর্জাতিক বাজারে শিলিগুড়ির সুখ্যাতি ছড়িয়ে যাবে বলে মনে করছেন নর্থ বেঙ্গল ফিলাটেলিক বিউরোর ইন-চার্জ রতন সরকার। সিকিমের পোস্টমাস্টার জেনারেল অখিলেশ কুমার পাণ্ডে বলেন, "এই ফিলাটেলিক বিউরোতে উত্তরবঙ্গ থেকে তৈরি হওয়া যে স্ট্যাম্পগুলি রয়েছে, স্পেশাল কভার, কর্পোরেট স্ট্যাম্প, সেগুলি প্রদর্শনীতে দেখানো হবে।"

advertisement

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: নানা ধরনের স্ট্যাম্পের সম্ভার! শিলিগুড়ি হেড পোস্ট অফিসে চালু হল ফিলাটেলিক ব্যুরো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল