পূর্বে সিকিম এবং উত্তরবঙ্গ মিলে একসঙ্গে ফিলাটেলিক ব্যুরোর কাজ করা হত। বহুদিন ধরেই তারা কাজ করে আসছেন তবে উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে হেড পোস্ট অফিসে এই ফিলাটেলিক ব্যুরোর অফিস চালু করা হল। গোটা ভারতবর্ষে ফিলাটেলিক ব্যুরোর সংখ্যা খুবই সামান্য। তাই এই ফিলাটেলিক বিউরোর স্থাপনা কার্যকর হবে মনে করেছেন অনেকে। এখানে ভারতবর্ষ তথা উত্তরবঙ্গের কালিম্পং ডুয়ার্সের সমস্ত জেলা, সিকিমের পাশাপাশি বিদেশেও স্ট্যাম্পের যোগান দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: সৌমিত্র অতীত! দ্বিতীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, কেমন সাজবেন সুজাতা? মেনুতেও বিরাট চমক!
আরও পড়ুন: রাষ্ট্রপতির পূর্ণাবয়ব মূর্তি গড়লেন নারায়ণগড়ের শিল্পী সুধীর মাইতি
এই ফিলাটেলিক ব্যুরো তৈরি হওয়ায় বাংলাদেশ, চিনের ক্রেতাদের অনেক সুবিধা হয়েছে। বাংলাদেশ, চিন-সহ আরও নানা দেশ থেকেও ব্যাপক হারে ক্রেতা রয়েছে। তাঁরা সব সময় শিলিগুড়ি ফিলাটেলিক বিউরোতেই আসেন। এতে আন্তর্জাতিক বাজারে শিলিগুড়ির সুখ্যাতি ছড়িয়ে যাবে বলে মনে করছেন নর্থ বেঙ্গল ফিলাটেলিক বিউরোর ইন-চার্জ রতন সরকার। সিকিমের পোস্টমাস্টার জেনারেল অখিলেশ কুমার পাণ্ডে বলেন, "এই ফিলাটেলিক বিউরোতে উত্তরবঙ্গ থেকে তৈরি হওয়া যে স্ট্যাম্পগুলি রয়েছে, স্পেশাল কভার, কর্পোরেট স্ট্যাম্প, সেগুলি প্রদর্শনীতে দেখানো হবে।"
অনির্বাণ রায়