TRENDING:

Siliguri News: বিপজ্জনক অবস্থায় পড়ে বৈদ্যুতিক তার! আতঙ্কে তটস্থ এলাকাবাসী

Last Updated:

বিপজ্জনক অবস্থায় মাটি থেকে মাত্র তিন ফুট উপরে খোলামেলাভাবে পড়ে রয়েছে বিদ‍্যুৎ এর ট্রান্সফরমারের কাটআউট গুলি। যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফুলবাড়ি : বিপজ্জনক অবস্থায় মাটি থেকে মাত্র তিন ফুট উপরে খোলামেলাভাবে পড়ে রয়েছে বিদ‍্যুৎ এর ট্রান্সফরমারের কাটআউট গুলি। যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এই বিষয়ে নজর নেই বিদ্যুৎ দপ্তরের। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি রাঙালিভিটা এলাকার এই ছবি দীর্ঘদিনের। ওই খুঁটিতে বাক্স নেই। তার ছিঁড়ে তা রাস্তায় নেমে এসেছে। বিপদ আশংকা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। এই ট্রান্সফরমারটির পাশেই রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র। জনবহুল এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়েই।
advertisement

যে কোনোরকমের দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা চাইছেন কাটাউট গুলির চারদিকে লোহার নেট দিয়ে ঘিরে সাধারণ মানুষকে বিপদমুক্ত করুক বিদ্যুৎদফতর। আমরাও বিদ্যুৎ দফতরের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি নিয়ে। কারণ খেলার ছলে যে কোন সময় কোন শিশু এই বিদ্যুতের সরঞ্জামে হাত দিলে বিপদ ঘটে যেতে পারে। বিভিন্ন শহরে বিদ্যুৎ সংযোগে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

advertisement

আরও পড়ুনঃ পথবাতি না থাকায় বাড়ছে চুরি ছিনতাই! সমস্যায় এলাকাবাসী

কিন্তু এর থেকে কি এখনো শিক্ষা নেয়নি? উঠছে প্রশ্ন। ওই গ্রামের রাস্তাঘাট, বাজার সহ বেশ কিছু জায়গায় বিপজ্জনক ভাবে বিদ্যুতের খোলা তার জড়িয়ে থাকার ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয় ,গাছের সাথে জড়িয়ে থাকা বেশিরভাগ খুঁটিতে বাক্স নেই , তার ছিঁড়ে পড়ে থাকার ছবিও দেখতে পাওয়া যায় পুটিমারির বিভিন্ন অলিতে গলিতে। যেকোনো সময় বড়সড়ো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে আমজনতা।

advertisement

View More

আরও পড়ুনঃ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে শিলিগুড়িতে! চিন্তিত স্বাস্থ্য দফতর

 

 

স্থানীয় বাসিন্দা বিমল রায় জানান সবসময় এই রাস্তা দিয়ে বহু লোক যাতায়াত করে পাশেই বাচ্চাদের একটি শিশু কেন্দ্র রয়েছে এভাবে বহুদিন ধরে খোলা অবস্থায় পড়ে রয়েছে। ট্রান্সফরমারের তার কোন কারনে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে তার তার দায় কে নেবে? বহুদিন বিদ্যুৎ দফতরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তাতেও মেলেনি কোন সুরাহা।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বিপজ্জনক অবস্থায় পড়ে বৈদ্যুতিক তার! আতঙ্কে তটস্থ এলাকাবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল