Siliguri News: পথবাতি না থাকায় বাড়ছে চুরি ছিনতাই! সমস্যায় এলাকাবাসী

Last Updated:

যেখানে রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছবি চোখে পড়ে। সেখানেই রাজ্যের এক প্রান্তের একটি গ্রাম এখনও পর্যন্ত সন্ধ্যে নামার পর অন্ধকারেই ডুবে যায়।

+
title=

#ফুলবাড়ি : যেখানে রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছবি চোখে পড়ে। সেখানেই রাজ্যের এক প্রান্তের একটি গ্রাম এখনও পর্যন্ত সন্ধ্যে নামার পর অন্ধকারেই ডুবে যায়। ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায় গত তিন বছর ধরে রোড লাইট না থাকার কারণে সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। সন্ধ্যের পর থেকে অন্ধকারে থাকতে হচ্ছে হরিপুর এলাকার বাসিন্দাদের। এলাকায় বাড়ছে চুরি ছিনতাই এর আশঙ্কা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তা নিয়ে চিন্তিত হরিপুর এলাকার বাসিন্দারা। বিগত দিনে এলাকায় বসেছে ট্রান্সফর্মার। বিদ্যুৎ আসবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছিল, সেই হিসেবে ২৫০ টি লাইটের পোল লাগানো হয়েছে। কিন্তু আলো এলো কোথায়?
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লাইট না থাকার কারণে সন্ধ্যার পরেই চিন্তায় চুরি বাড়ছে। বাজে আড্ডা হচ্ছে, এর ফলে মা-বোনদের পথে যেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রধান পঞ্চায়েতের কাছে আবেদন জানানোর পরেও কোন সুরাহা হয়নি। বারবার এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দফতরের কাছে বিষয়টি তুলে ধরেছেন কিন্তু তাতেও সুরাহা হয়নি। বছরের পর বছর কেটে গেলেও অন্ধকারেই কাটছে তাদের জীবন। আগে এই এলাকার বাসিন্দাদের উদ্যোগে বিদ্যুতের খুঁটি পুঁতে কেবল তার টাঙানো হয়।
advertisement
তারপর বসে ট্রান্সফর্মার। কিছুদিন আলো জ্বললেও তারপরে বছর কেটে গেলেও আলোর দেখা মেলেনি হরিপুর এলাকায়। বলা হয়েছিল কয়েক দিনের মধ্যেই ট্রান্সফর্মারের সঙ্গে লাইন জুড়ে দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্রুতি পাওয়ার পর ৩ বছর কেটে গেলেও অন্ধকারেই এলাকাবাসীরা। প্রশাসনের এই খামখেয়ালিতে বেজায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। যার কারণে বিক্ষোভ করতে দেখা যায় তাদেরকে। স্থানীয় বাসিন্দা অনিমেষ সরকার জানান, তাঁরা বারবার বিদ্যুৎ দফতর সহ এলাকার পঞ্চায়েতের নজরে এনেছেন বিষয়টি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে শিলিগুড়িতে! চিন্তিত স্বাস্থ্য দফতর
কিন্তু তারপরেও কোনরকম তৎপরতা দেখা যায়নি সংশ্লিষ্ট মহল থেকে। এদিকে অন্ধকার রাস্তায় চুরি ছিনতাই প্রবণতা ও দিন দিন বেড়েই চলেছে তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এলাকায় আলোর ব্যবস্থা করলে তারা নিশ্চিন্তে বাস করতে পারবেন। এক্ষেত্রে ফুলবাড়ি ১ পঞ্চায়েত প্রধান নমিতা করাতি জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তারা চেষ্টা করেছে,এর আগেও প্রায় ৯৫ টি লাইট লাগানো হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ বিদ্যালয় চত্বরে নেশাগ্রস্ত যুবকদের উপদ্রব! আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়
কিন্তু তার গুলো সঠিক না থাকায় সমস্ত লাইট লাগানো সম্ভব হচ্ছে না এবং এলাকাটিও বেশ বড় হওয়ায় প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন যা এখন তাদের কাছে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে একটু সাহায্য পেলে তবে আমরা এই সমস্যার সমাধান করতে পারব বলে জানান তিনি।
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পথবাতি না থাকায় বাড়ছে চুরি ছিনতাই! সমস্যায় এলাকাবাসী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement