TRENDING:

Siliguri News: রাস্তা নাকি পুকুর! সংস্কারের দাবিতে পথে নামলেন স্থানীয়রা

Last Updated:

রাস্তা না পুকুর দেখে বোঝা মুশকিল। দীর্ঘ দিন যাবৎ সেই রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও আজও সংস্কার হয়নি রাস্তা। ঘটনায় ক্ষুদ্ধ স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন। ঘটনাটি শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অধীন গোরামোড় সংলগ্ন এলাকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : রাস্তা না পুকুর দেখে বোঝা মুশকিল। দীর্ঘ দিন যাবৎ সেই রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও আজও সংস্কার হয়নি রাস্তা। ঘটনায় ক্ষুদ্ধ স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন। ঘটনাটি শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অধীন গোরামোড় সংলগ্ন এলাকার। গোরামোড় হয়ে ক্যানেল রোড পর্যন্ত যেতে দীর্ঘ রাস্তার হাল বেহাল। মাঝ রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। ভরা বর্ষায় সেসব গর্ত জলে পূর্ণ থাকে। পথ চলতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয় স্থানীয়দের।
advertisement

এছাড়াও মালবাহী গাড়ি চালকদেরও যথেষ্ট সমস্যায় পড়তে হয়। এবার সেই রাস্তা সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। রীতিমতো বাঁশ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলে ধরেন তারা। তাদের অভিযোগ, একাধিক সময় রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন জায়গায় দরবার করা না হলেও এখনও রাস্তা সংস্কার হয়নি। এই পরিস্থিতিতে স্থানীয়দের বিক্ষোভের জেরে উত্তপ্ত হতে শুরু করে এলাকা। খবর পেয়ে সেখানে পৌঁছোয় এনজেপি থানার পুলিশ। শেষ অবধি পুলিশি হস্তক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক হয়।

advertisement

আরও পড়ুনঃ পাহাড় জুড়ে চলছে অবৈধ নির্মাণ! হাতুড়ি চালাল দার্জিলিং পৌরসভা

যদিও স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন তারা৷ এ বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী জানান, ওই রাস্তা সংস্কারের কাজ কেন এখনও হচ্ছে না তা বুঝতে পারছি না। সেক্ষেত্রে এসজেডিএর ভূমিকায় পালটা প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে, এসজেডিএর তরফে জানা গিয়েছে, ওই রাস্তা সংস্কারের দায়িত্ব এসজেডিএর নয়। তবে সংস্কারের বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে কিংবা জনপ্রতিনিধিরা জানালে সেবিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: রাস্তা নাকি পুকুর! সংস্কারের দাবিতে পথে নামলেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল