এছাড়াও মালবাহী গাড়ি চালকদেরও যথেষ্ট সমস্যায় পড়তে হয়। এবার সেই রাস্তা সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। রীতিমতো বাঁশ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলে ধরেন তারা। তাদের অভিযোগ, একাধিক সময় রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন জায়গায় দরবার করা না হলেও এখনও রাস্তা সংস্কার হয়নি। এই পরিস্থিতিতে স্থানীয়দের বিক্ষোভের জেরে উত্তপ্ত হতে শুরু করে এলাকা। খবর পেয়ে সেখানে পৌঁছোয় এনজেপি থানার পুলিশ। শেষ অবধি পুলিশি হস্তক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
আরও পড়ুনঃ পাহাড় জুড়ে চলছে অবৈধ নির্মাণ! হাতুড়ি চালাল দার্জিলিং পৌরসভা
যদিও স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন তারা৷ এ বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী জানান, ওই রাস্তা সংস্কারের কাজ কেন এখনও হচ্ছে না তা বুঝতে পারছি না। সেক্ষেত্রে এসজেডিএর ভূমিকায় পালটা প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে, এসজেডিএর তরফে জানা গিয়েছে, ওই রাস্তা সংস্কারের দায়িত্ব এসজেডিএর নয়। তবে সংস্কারের বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে কিংবা জনপ্রতিনিধিরা জানালে সেবিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
Anirban Roy