TRENDING:

Siliguri News: আফগানিস্তানের শুকনো ফলে মজেছে শিলিগুড়ি

Last Updated:

ড্রাই ফ্রুটসগুলো সরাসরি আফগানিস্তান থেকে আনা হয়েছে। সেই খাঁটি শুকনো ফলের স্বাদ নিতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের চর্ম মেলায় ছুটে আসছে শিলিগুড়ির মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: আফগানিস্তানের হরেক ড্রাই ফ্রুটসে মজেছে শিলিগুড়ি। শহরে চলছে চর্ম মেলা। শীতের শেষে খানিকটা দেরি করেই এই বছর চর্ম মেলা শুরু হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে। মোট ২৬ টি স্টল আছে। তার মধ্যে চারটি স্টল দিল্লির এবং বাকি দোকানগুলি কলকাতার। এর মধ্যে আফগানি ড্রাই ফ্রুটসের স্টল সবচেয়ে বেশি নজর কেড়েছে। হোয়াইট মামরা, ব্রাউন মামরা, চিলখোজা, সাইতুত সহ আরও নানান ধরনের সম্ভার আছে এই স্টলটিতে।
advertisement

বিহারের বাসিন্দা মহম্মদ সাব্বির এই আফগানি ড্রাই ফ্রুটসের স্টলটি দিয়েছেন। তিনি জানান, বেশিরভাগ ড্রাই ফ্রুটস আফগানিস্তান ও সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে। এগুলি শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত ভালো। যারা নিয়মিত শরীর চর্চা করেন তাঁরা এই ড্রাই ফ্রুটস নিয়ে যাচ্ছেন। এছাড়াও অনেকে আফগানি ড্রাই ফ্রুটস চেখে দেখার লোভেও এখান থেকে কেনাকাটা করছেন। ২০০-৩০০ টাকা থেকে শুরু করে ৬০০-৭০০ টাকা পোয়া দরে বিক্রি হচ্ছে নানান রকমের ড্রাই ফ্রুটস। হোয়াইট মামরা, ব্রাউন মামরা, চিলখোজা, সাইতুত, আনজির, বিভিন্ন রকমের আখরোট, পেস্তা, কিউই ফল আছে। সৌদির বিখ্যাত খেজুর‌ও পাওয়া যাচ্ছে দোকানটিতে।

advertisement

আরও পড়ুন: ঘরের ভিতর ঘাপটি মেরে ছিল চন্দ্রবোড়া, মাছ ধরার জাল দিয়ে সাপ ধরল গ্রামবাসীরা

মেলায় ঘুরতে আসা শ্যামল রায় বলেন, শুকনো ফলের এখন ভালো কদর আছে। শরীর ভালো রাখার জন্য অত্যন্ত উপযোগী এই শুকনো ফল। তাই চর্ম মেলায় ড্রাই ফ্রুটসের দোকান দেখে এখানে আসা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

অনির্বাণ রায়

advertisement

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: আফগানিস্তানের শুকনো ফলে মজেছে শিলিগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল