বিহারের বাসিন্দা মহম্মদ সাব্বির এই আফগানি ড্রাই ফ্রুটসের স্টলটি দিয়েছেন। তিনি জানান, বেশিরভাগ ড্রাই ফ্রুটস আফগানিস্তান ও সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে। এগুলি শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত ভালো। যারা নিয়মিত শরীর চর্চা করেন তাঁরা এই ড্রাই ফ্রুটস নিয়ে যাচ্ছেন। এছাড়াও অনেকে আফগানি ড্রাই ফ্রুটস চেখে দেখার লোভেও এখান থেকে কেনাকাটা করছেন। ২০০-৩০০ টাকা থেকে শুরু করে ৬০০-৭০০ টাকা পোয়া দরে বিক্রি হচ্ছে নানান রকমের ড্রাই ফ্রুটস। হোয়াইট মামরা, ব্রাউন মামরা, চিলখোজা, সাইতুত, আনজির, বিভিন্ন রকমের আখরোট, পেস্তা, কিউই ফল আছে। সৌদির বিখ্যাত খেজুরও পাওয়া যাচ্ছে দোকানটিতে।
advertisement
আরও পড়ুন: ঘরের ভিতর ঘাপটি মেরে ছিল চন্দ্রবোড়া, মাছ ধরার জাল দিয়ে সাপ ধরল গ্রামবাসীরা
মেলায় ঘুরতে আসা শ্যামল রায় বলেন, শুকনো ফলের এখন ভালো কদর আছে। শরীর ভালো রাখার জন্য অত্যন্ত উপযোগী এই শুকনো ফল। তাই চর্ম মেলায় ড্রাই ফ্রুটসের দোকান দেখে এখানে আসা।
অনির্বাণ রায়