South 24 Parganas News: ঘরের ভিতর ঘাপটি মেরে ছিল চন্দ্রবোড়া, মাছ ধরার জাল দিয়ে সাপ ধরল গ্রামবাসীরা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ভয়ঙ্কর বিষাক্ত চন্দ্রবোড়া সাপটির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট। বনকর্মীরা আসার আগেই অবশ্য গ্রামবাসীরা মাছ ধরার জাল দিয়ে তাকে ধরে ফেলে
দক্ষিণ ২৪ পরগনা: ঘরের মধ্যে লুকিয়ে ছিল বিষাক্ত চন্দ্রবোড়া সাপ! প্রায় চার ফুট লম্বা সাপটি উদ্ধার করে শেষ পর্যন্ত বন দফতরের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা। জয়নগরের নারায়ণীতলা পঞ্চায়েতের বেলিয়াচণ্ডি গ্রামের ঘটনা।
স্থানীয় এক বাড়িতে এই ভয়ঙ্কর বিষধর কখন ঢুকে পড়েছিল কেউ জানে না। পরিবারের এক যুবক বাড়ির মধ্যে অস্বাভাবিক আওয়াজ শুনতে পান। তাঁর সন্দেহ হয়। তিনি গ্রামবাসীদের বিষয়টি বলেন। তাঁরা এসে খোঁজাখুঁজি করতেই বেরিয়ে আসে ৪ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ। এরপর তাকে ধরার চেষ্টা করে গ্রামবাসীরা। সেই সঙ্গে খবর দেওয়া হয় বনকর্মীদের। প্রথমে কিছুতেই সাপটি ধরা সম্ভব হচ্ছিল না। শেষে একটি মাছ ধরার জাল এনে তাকে ধরা হয়। পরে বনকর্মীরা এলে তাদের হাতে বিষধর সাপটি তুলে দেয় এলাকার মানুষ।
advertisement
advertisement
সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন ৪ ফুট দৈর্ঘ্যের চন্দ্রবোড়া সাপটি কাউকে ছোবল মারলে ভয়ঙ্কর বিপদ হতে পারত। তবে জয়নগরে কীভাবে সাপটি এল তা নিয়েও কিছুটা হলেও বিস্মিত বিশেষজ্ঞরা। কারণ ওই পরিবেশে এই ধরনের সাপ দেখতে পাওয়ার কথা নয়।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ঘরের ভিতর ঘাপটি মেরে ছিল চন্দ্রবোড়া, মাছ ধরার জাল দিয়ে সাপ ধরল গ্রামবাসীরা