পাশেই ইন্ডিয়ান অয়েল সহ একাধিক গোডাউন থাকায় বহু ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করার কারণে রাস্তা ঠিক রাখা সম্ভব হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তা অনেকটা বড় এবং বহু মানুষকে হেঁটে এই পথ অতিক্রম করতে হয়। রাস্তা দিয়ে টোটো যাতায়াত করতে গিয়ে অনেক সময় টোটো উল্টে গিয়ে আহতও হয়েছেন কিছু ব্যক্তি।
advertisement
আরও পড়ুনঃ রাজ্যের উদ্যোগে পাহাড় ও সমতলে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ
বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনো ঠিক করা হয়নি। আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলেই নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি। \"একটু বর্ষা হলেই জল জমে যায় , রাস্তায় পুকুরের মত বড় গর্ত, রাস্তা ঘাট দিয়ে চলা দুর্বিসহ হয়ে ওঠে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে\" বলে জানান স্থানীয় বাসিন্দা।
আরও পড়ুনঃ বসছে নতুন ১০০ সিসি ক্যামেরা, পুলিশের নজরদারিতে থাকবে নয়াবাজারের রাস্তাঘাট
এ প্রসঙ্গে এলাকার বাসিন্দা রাজেন্দ্র সাহানি জানান, \"আমরা দীর্ঘদিন এই সমস্যা দেখে এসেছি। রাস্তার পাশেই আমার বাড়ি। রাস্তায় এত বড় বড় গর্ত যেকোনো সময় ট্রাক উল্টে পড়ে যেতে পারে। আমরা আতঙ্কে থাকি যে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। কিছুদিন আগে গর্ত রাখার জন্য বালি পাথর দিয়ে দেওয়া হলেও বৃষ্টিতে সমস্ত ধুয়ে আবার সেই করতে দেখা দিয়েছে আমরা চাই দ্রুতই সমস্যার সমাধান হোক। \"
Anirban Roy