এদিন গভীর রাতে ট্রাক্টরের ব্যাটারি চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেলো চোর। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির চয়নসিং জোতে। এলাকাবাসীরা চোরকে বেঁধে রেখে মারধর করে। স্থানীয়রা পুলিশকে সকালে খবর দিলে খড়িবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতকে গ্রেফতার করেছে। দিনের পর দিন ওই এলাকায় কি কারণে ব্যাটারি চুরির প্রবণতা বাড়ছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোনো চক্র কাজ করছে কিনা সেটাও ভেবে দেখছে প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ সচেতনতাই কমাতে পারে শিশু নির্যাতন, পথে নামলেন শিক্ষক ও কচিকাঁচারা
স্থানীয়রা জানান এর আগেও ওই এলাকায় বহুবার ব্যাটারি চুরি হয়েছে। পুলিশকে এর আগেও খবর জানানো হয়েছে, কিন্তু তাতেও কিছু হয়নি। কিন্তু আজ হতে নাতে ধরে ফেলে তাকে বেধে রাখা হয়, এবং মারধর ও করেন স্থানীয়রা। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, রাত ২টো নাগাদ ট্রাক্টর থেকে ব্যাটারি চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে। পরে খড়িবাড়ি পুলিশকে জানানো হলে পুলিশ এসে গ্রেফতার করে।
Anirban Roy