বড় ট্রাক লরি চলার জন্য রাস্তা বেশিদিন ঠিক থাকে না। এবং কার্যতও চয়ন পাড়ার ওই এলাকা একটু নিচু হওয়ায় জল খুব তাড়াতাড়ি জমে যায় ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের। বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনো ঠিক করা হয়নি ।
আরও পড়ুনঃ পুজোর মাসে পর্যটকদের ভিড় জমবে পাহাড়ে, বুকিং শেষ টয় ট্রেনের!
advertisement
আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলেই নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি। এলাকাবাসীদের অভিযোগ আদৌ কি এটা আমাদের কাজ ভোট চাওয়ার সময় সবাই ঠিকঠাক চলে আসে তবে ভোট পেরিয়ে গেলেই আমাদের দিকে কেউ ফিরেও তাকায়।
আরও পড়ুনঃ ‘‘আমার জ্বলেনি আলো’’ এখানের সকলেই এই কথা বলেন, আছে হাই মাস্ট ল্যাম্প কিন্তু জ্বলেনা আলো
\"একটু বর্ষা হলেই জল জমে যায় বাড়িতে জল ঢুকে যায় ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ে তাই আমরা চাই যেন দ্রুত এই রাস্তার সংস্কার করা হয়\" বলে জানান স্থানীয় বাসিন্দা অপু সাহা। বছরকে বছর চলে যায় তবুও ঠিক হয় না রাস্তা ঠিক হয়না নিকাশি ব্যবস্থা। আদৌ কি রাস্তা ঠিক হবে?চিন্তায় পূর্ব চয়ন পাড়া এলাকার বাসিন্দারা।
Anirban Roy