সর্বত্রই স্কুল পোশাকের রং নীল সাদা। আর এই রঙ নিয়ে ক্রমশ বিতর্ক মাথাচাড়া দিতে শুরু করেছে নিজস্বতা ফিরিয়ে আনার সঙ্গে ঐতিহ্য ধরে রাখতে পুরনো রং ফিরিয়ে আনার দাবিও শুরু করেছে অভিভাবকেরা। এই স্কুলেরই প্রাক্তনী তথা অভিভাবক দীপ্তি রায় সেন বলেন \"খয়রি সাদা স্কুলের একটা ঐতিহ্য এবং পরিচিতি রং। আমরা চাইছি সেই ঐতিহ্য এবং পরিচিতি বজায় থাকুক। তাই খয়েরির সাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন রেখেছি।\"
advertisement
আরও পড়ুনঃ আহত ধনেশ পাখিকে উদ্ধার করলেন ভবেশ!
অন্যদিকে আরেকজন অভিভাবক প্রিয়া দাস বলেন \"ইউনিফর্মের জন্যই চেনা যায় কে কোন স্কুলের পড়ুয়া এখন গণহারে একই পোশাক হওয়ায় সেই পরিচিতিটা আর থাকবে না। তাই আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে পুরনো রঙের ইউনিফর্মের জন্য আবেদন করছি।\" শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলের টি আই সি ঋতুপর্ণা গুহ রায় এর বক্তব্য, ইউনিফর্মের রং পরিবর্তনের জন্য অনেক অভিভাবক এবং প্রাক্তনীদের একটা অংশ চিঠি দিয়েছেন। তাদের এব্যাপারে সংশ্লিষ্ট জায়গায় জানাতে বলেছি। কেননা সরকারি নির্দেশ মতো আমরা কাজ করছি।\"
আরও পড়ুনঃ আনসারের গোটা ঘর মমতাময়! মুখ্যমন্ত্রী মমতাই তাঁর আইকন
উল্লেখ্য শিলিগুড়ি গার্লস এ এখনও সকলকে ইউনিফর্ম দেওয়া হয়নি যে কারণে পুরনো ইউনিফর্ম পরেই স্কুলে আসছে ছাত্রীরা। শুধু শিলিগুড়ি গার্লস নয় , শিলিগুড়ির একাধিক স্কুলে ইউনিফর্মের পুরনো রং ফিরিয়ে আনার দাবি উঠেছে তবে এখনও পর্যন্ত কোথাও কোনও আন্দোলন দানা বাঁধেনি।
Anirban Roy