Siliguri: আহত ধনেশ পাখিকে উদ্ধার করলেন ভবেশ!

Last Updated:

আহত গ্রেট হর্নবিল পাখিকে উদ্ধার করে বনবিভাগের হাতে তুলে দিল এক ব্যক্তি। জানা গিয়েছে শিব মন্দিরের বিএড কলেজ সংলগ্ন এলাকায় শুক্রবার কুকুরের সঙ্গে লড়াইয়ের মুখে পড়তে হয় গ্রেট হর্নবিল পাখিকে।

#বাগডোগরা : আহত গ্রেট হর্নবিল পাখিকে উদ্ধার করে বনবিভাগের হাতে তুলে দিল এক ব্যক্তি। জানা গিয়েছে শিব মন্দিরের বিএড কলেজ সংলগ্ন এলাকায় শুক্রবার কুকুরের সঙ্গে লড়াইয়ের মুখে পড়তে হয় গ্রেট হর্নবিল পাখিকে। তা দেখতে পেয়েই বিশেষ প্রজাতির এই হর্নবিল পাখিটিকে বাঁচালেন শিব মন্দিরের বাসিন্দা ভবেশ চন্দ্র সিংহ পরে পাখিটিকে উদ্ধার করে বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। হর্নবিলের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল ভারী ঠোঁট শক্তিশালী ঘাড়ের পেশীর পাশাপাশি মিশ্রিত কশেরুকা দ্বারা সমর্থিত। বৃহৎ ঠোঁটআত্মরক্ষা, প্রিনিটিং, বাসা তৈরি এবং শিকার ধরতে সহায়তা করে।
 
 
advertisement
গ্রেট হর্নবিলটি ভারত, ভুটান, নেপাল, মূল ভূখণ্ড দক্ষিণ-পূর্ব এশিয়া এবং সুমাত্রার বনভূমিতে অবস্থিত। এর বিতরণ পশ্চিমঘাট এবং হিমালয়ের পাদদেশে বিভক্ত। ১৮৬০-এর দশকে রেকর্ড করা কোল্লি পাহাড়ের মতো ভারতের অনেক অংশে বন উজাড়ের পরিসর কমে গেছে।সারা বিশ্বে প্রায় ৬২টি হর্নবিল প্রজাতি রয়েছে যার মধ্যে নয়টি ভারতে থাকে।
advertisement
 
দেশে হর্নবিলের সংখ্যা অনুমান করা কঠিন, তবে নেচার কনজারভেশন ফাউন্ডেশন (এনসিএফ) দ্বারা চালু করা একটি নাগরিক বিজ্ঞান উদ্যোগ তাদের ওয়েবসাইটে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত ভারত জুড়ে প্রায় ৯৩৮ টি হর্নবিল দেখা রেকর্ড করেছে। ভবেশ চন্দ্র সিং জানান তিনি দোকানে বসে চা খাচ্ছিলেন হঠাৎই তিনি দেখতে পান একটি কুকুর এবং হর্নবিল লড়াই করছে তৎক্ষণাৎ তিনি ছুটে গিয়ে কুকুরটিকে সরিয়ে দিয়ে হর্নবিল পাখিটিকে বাঁচিয়ে আনেন।
advertisement
 
তারপর সেই পাখিটিকে তিনি স্থানীয় লোকের সহায়তায় শুশ্রুষার করার চেষ্টা করেন। কুকুরের সঙ্গে লড়াই চলাকালীন পাখিটি বেশ খানিকটা আহত হয়েছিল। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বনবিভাগকে জানানো হয়। এর পরই তড়িঘড়ি বন বিভাগের কর্মীরা শিব মন্দির এলাকায় পৌঁছে রক্ষণাবেক্ষণ করেন পাখিটির। এরপর এই আহত পাখিটিকে বেঙ্গল সাফারিতে চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। মূলত বটগাছের ফল খেতে লোকালয়ে এই গ্রেট হর্নবিল পাখি দেখা যায়।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: আহত ধনেশ পাখিকে উদ্ধার করলেন ভবেশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement