শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম সঞ্জিত রায় (৪০)। তিনি পূর্ত দপ্তরের কর্মী ছিলেন। শিলিগুড়ি পৌরনিগমের ২৫নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। যদিও তার পরিবার ফুলবাড়ি ১নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে। পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।
advertisement
আরও পড়ুনঃ বিপজ্জনক অবস্থায় পড়ে বৈদ্যুতিক তার! আতঙ্কে তটস্থ এলাকাবাসী
এরপর তার রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু এনএস ওয়ান পজিটিভ আসে। মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়। ডেঙ্গুর পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। এদিকে ওই আবাসনেই আটজন ডেঙ্গুতে আক্রান্ত রয়েছেন। অন্যদিকে ডেঙ্গিতে আক্রান্ত হলেন খোদ শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনিতা মাহাতো। পাশাপাশি ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হলেন আরও ২১ জন। এর আগে অনিতা মাহাতোর ওয়ার্ডকেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছিল শিলিগুড়ি পৌরনিগম।
আরও পড়ুনঃ পথবাতি না থাকায় বাড়ছে চুরি ছিনতাই! সমস্যায় এলাকাবাসী
এই মুহূর্তে তিনি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে খবর পেয়েই তাঁকে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন,"আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে সব নর্দমা পরিষ্কার করে দিচ্ছি। পৌরনিগমের পক্ষ থেকে প্রয়োজনে সচেতনতা শিবির করা হবে। অনিতা মাহাতোকেও দেখেছি ও এখন সুস্থ আছে । তবে ডেঙ্গি নিয়ে চিন্তার বা ভয়ের কিছু নেই।" তিনি আরো জানান "যে সকল ওয়ার্ডে ডেঙ্গুবেশি আমি নিজে সেখানে যাব। পৌরনিগম সবরকম ব্যবস্থা নিচ্ছে। তবে মানুষকে আরও সচেতন হতে হবে। রাতে মশারি টাঙিয়েই ঘুমাতে হবে।"
Anirban Roy