আরও পড়ুন: কমলা সতর্কতা জারি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে বাংলা জুড়ে, কী বলছে আবহাওয়া দফতর!
আরও পড়ুন: আধুনিক এসি এলএইচবি রেক-সহ আগরতলা-কলকাতা স্পেশ্যালের সূচনা, কেমন হবে কোচগুলি
দুর্ঘটনার সময়ে বিকট শব্দ কেঁপে ওঠে এলাকা। আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনায় টাটা সুমোর ভেতরে থাকা ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ৫ জন যাত্রী জখম হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন ট্র্যাক্টর চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। তার পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সকলকে।
advertisement
আহতদের নাম, বাহাদুর ছেত্রী, পরলাথ লামিছানি, উষা পন্থী শর্মা, তপন নিরোলা ও কোইরাম শর্মা। আহতদের মধ্যে একজন অরুণাচল প্রদেশ, দু’জন অসম এবং দু’জন নেপালের বাসিন্দা। মৃত সেনা জওয়ান গঙ্গা প্রসাদ সারু (২৭) বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে পুলিশের অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনার পর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
বিশ্বজিৎ মিশ্র