North Eastern frontier Railways: আধুনিক এসি এলএইচবি রেক-সহ আগরতলা-কলকাতা স্পেশ্যালের সূচনা, কেমন হবে কোচগুলি

Last Updated:

North Eastern frontier Railways: নতুন করে রূপান্তরিত কোচগুলি এসি-৩ ইকোনমি-সহ এলএইচবি রেকের হবে, যা পূর্বে আইসিএফ কোচের তুলনায় নিরাপদ ও অধিক আরামদায়ক। এই কোচগুলির আসন ও বার্থ রয়েছে উন্নত এবং মডুলার ডিজাইন-এর।

লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জনগণকে সুরক্ষিত, দ্রুত ও আরও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এর জন্য ০২৫০২/০২৫০১ নং. (আগরতলা-কলকাতা-আগরতলা) স্পেশ্যাল ট্রেনের প্রচলিত আইসিএফ মডেলের রেককে সম্পূর্ণ এয়ার কন্ডিশনড এলএইচবি (লিংকে হফমেন বুশ) রেকে রূপান্তরিত করা হয়েছে। আজ ০৭.৩০ ঘণ্টায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে মাননীয় কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন রাজ্য মন্ত্রী কুমারী প্রতিমা ভৌমিক পতাকা নাড়িয়ে এই এলএইচবি কোচগুলির যাত্রার সূচনা করেন। সূচনা অনুষ্ঠান উপলক্ষে আগরতলা রেলওয়ে স্টেশনে লামডিং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী প্রেম রঞ্জন কুমার-সহ ডিভিশনের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
০২৫০২ নং. (আগরতলা-কলকাতা) স্পেশ্যাল ট্রেনটি আটটি ট্রিপের জন্য ১৭ মে থেকে ০৫ জুলাই, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বুধবার করে ০৭.৩০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০২৫০১ নং (কলকাতা-আগরতলা) স্পেশ্যাল ট্রেনটি আটটি ট্রিপের জন্য ২১ মে থেকে ০৯ জুলাই, ২০২৩ পর্যন্ত প্রত্যেক রবিবার করে ২১.৪০ ঘণ্টায় কলকাতা থেকে রওনা দিয়ে মঙ্গলবার ০৫.১৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।
advertisement
advertisement
স্পেশ্যাল ট্রেনটি উভয় পথে যাত্রা করার সময় নিউ করিমগঞ্জ জং., নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি জং., কিষানগঞ্জ, মালদহ টাউন, আজিমগঞ্জ জং. ও বান্ডেল জং. হয়ে চলাচল করবে। ট্রেনটি ১৩টি এলএইচবি কোচ-সহ সংশোধিত গঠনের সঙ্গে চলাচল করবে। দু’টি লাগেজ কাম জেনারেটর কোচ-সহ যাত্রীদের সুবিধার্থে ট্রেনটিতে এগারোটি স্টেট অব দ্য আর্ট এসি-৩ ইকোনমি ক্লাস কোচ থাকবে।
advertisement
নতুন করে রূপান্তরিত কোচগুলি এসি-৩ ইকোনমি-সহ এলএইচবি রেকের হবে, যা পূর্বে আইসিএফ কোচের তুলনায় নিরাপদ ও অধিক আরামদায়ক। এই কোচগুলির আসন ও বার্থ রয়েছে উন্নত এবং মডুলার ডিজাইন-এর। এসি-৩ ইকোনমিতে ২টি সাইড বার্থ আছে, প্রতিটি কম্পার্টমেন্টে ৮টি করে বার্থ রয়েছে, যার ফলে আসনের সংখ্যাও বৃদ্ধি হয়েছে। এছাড়াও, এসি-৩ ইকোনমির ভাড়া ৩ এসি কোচের তুলনায় প্রায় ৮ শতাংশ কম। সুতরাং যাত্রীরা ৩ এসি কোচের তুলনায় কম খরচে যাত্রা করতে পারবেন।
advertisement
এছাড়া ০২৫১৮/০২৫১৭ নং. (গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি) ট্রেনের পরিষেবা আরও আটটি ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে। ০২৫১৮ নং. (গুয়াহাটি-কলকাতা) স্পেশাল ট্রেনটি আটটি ট্রিপের জন্য ২০ মে থেকে ০৮ জুলাই, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার করে ২১.০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০২৫১৭ নং (কলকাতা-গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি আটটি ট্রিপের জন্য ১৮ মে থেকে ০৬ জুলাই, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে ২১.৪০ ঘণ্টায় কলকাতা থেকে রওনা দিয়ে পরের দিন ১৬.১৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।
advertisement
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হচ্ছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
North Eastern frontier Railways: আধুনিক এসি এলএইচবি রেক-সহ আগরতলা-কলকাতা স্পেশ্যালের সূচনা, কেমন হবে কোচগুলি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement